ডিগ্রী রাষ্ট্রবিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় লিখিত প্রশ্ন

  • পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ যে সকল আন্দোলন করে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোন আন্দোলন?
  • কোন সম্মেলনে মুসলিম লীগ নেতারা ঘোষণা করেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু?
  • রাষ্ট্রভাষা হবে উর্দু। কাদের উদ্যোগে হায়দ্রাবাদে 'উর্দু সম্মেলন' অনুষ্ঠিত হয়?
  • উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয় কত সালে?
  • উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন কে?
  • পূর্ব পাকিস্তানে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সর্বপ্রথম পরিকল্পিত ও সুসংগঠিত আন্দোলন করে-
  • মজলিশ। “তমদ্দুন মজলিশ” গঠিত হয় কত সালে?
  • কার নেতৃত্বে তমদ্দুন মজলিশ গঠিত হয়?
  • ‘তমদ্দুন মজলিশের সদস্য কে কে ছিলেন?
  • কত সালে বাংলাকে পূর্ব পাকিস্তানের শিক্ষার বাহন ও আইন ভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়?
  • উর্দু বয়ে আনৰে পূৰ্ব পাকিস্তানের মনে রাজনৈতিক রাষ্ট্রীয়, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মৃত্যু।”- কে বলেছেন?
  • কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
  • গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কখন?
  • উর্দুর সাথে বাংলাকেও গণপরিষদের ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন কে?
  • ১৯৪৮ সালে পাকিস্তানের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ লোক বাংলা কথা বলত?
  • “পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলিম জাতির ভাষাই হবে এর রাষ্ট্রভাষা।
  • উপমহাদেশের দশ কোটি মুসলমানের দাবির ফলে পাকিস্তানের সৃষ্টি হয়েছে এবং এ দশ কোটি মুসলমানের ভাষা হলো উর্দু”- এ কথাি কে বলেছেন?
  • ১৯৪৮ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
  • রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও খাজা নাজিমুদ্দিনের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়। তার দুটি শর্ত লিখ।
  • ১৯৪৮ সালে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন?
  • মিঃ জিন্নাহ কত সালে পূর্ব পাকিস্তানে সফরে আসে?
  • মিঃ জিন্নাহ কখন রেসকোর্স ময়দানে ভাষণ দেন?
  • পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অপর কোন ভাষা নয়।”- এটি কার উক্তি?
  • “পাকিস্তানের সংহতির প্রয়োজনে দরকার হলে তোমাদের মাতৃভাষা পরিবর্তন করতে হবে।”- কে বলেছেন?
  • মুহাম্মদ আলী জিন্নাহ কখন মৃত্যুবরণ করেন?
  • জিন্নাহর মৃত্যুর পর পাকিস্তানের গভর্নর জেনারেল হন কে?
  • লিয়াকত আলী খান মারা যান কবে?
  • লিয়াকত আলী খানের মৃত্যুর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন কে?
  • পূর্ব বাংলার ভাষা কী হবে সেটা পূর্ব বাংলার জনগণই নির্ধারণ করবে। কিন্তু উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে, অন্য কোন ভাষা নয়।”- কে বলেছেন?
  • সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয় কত সালে?
  • ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে কে কে নিহত হন?
  • ভাষা আন্দোলনে শহিদ শফিউর রহমান (শফিক) শহিদ হন কবে?
  • ভাষা আন্দোলনের শহিদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য প্রথম শহিদমিনার কোথায় গড়ে উঠে?
  • ভাষা শহিদের স্মৃতিকে রক্ষার জন্য প্রথম শহিদমিনার উদ্বোধন করেন কে?
  • কে কখন শহিদমিনার উদ্বোধন করেন?
  • কত সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম 'সরকারি ভাষা' হিসেবে মর্যাদা দানের সুপারিশ করা হয়?
  • কত সালের সংবিধানের বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে?
  • ভাষা সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?
  • বর্তমানে প্রতি বছর ২১ ফেব্রুয়ারিকে কী হিসেবে উদযাপন করে?
  • যুক্তফ্রন্ট কী?
  • Download our App Bissoy