এইচএসসি বাংলা ১ম পত্র বিদ্রোহী এমসিকিউ প্রশ্ন

  • ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বুকের ক্রন্দন-শ্বাস?
  • ‘একহাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’— এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তাটি প্রকাশ পেয়েছে?
  • জাতির জনকের মধ্যে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি প্রতিফলিত?
  • প্রকাশিত দিক/দিকগুলি কোন পঙ্ক্তিতে পাওয়া যায়?
  • কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি?
  • কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান?
  • কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন?
  • কবি কখন নিম্ন প্রাইমারি পাশ করেন?
  • কাজী নজরুল ইসলাম কোথায় শিক্ষকতা করেন?
  • বারো বছর বয়সে কবি কোথায় যোগ দেন?
  • লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কী রচনা করেন?
  • কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন?
  • নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন?
  • কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন?
  • কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন?
  • কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়?
  • বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন?
  • কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে?
  • ‘নবযুগ’ কী?
  • কোনটি নজরুল রচিত কাব্য?
  • ‘সাম্যবাদী’ কোন ধরনের সাহিত্যকর্ম?
  • কাজী নজরুল ইসলামকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করে কে?
  • কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত হন?
  • কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?
  • কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • ‘বিদ্রোহী’ কবিতার প্রথম চরণ কোনটি?
  • কবির শির দেখে কী নতশির হয়ে যায়?
  • ‘শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির!’— এখানে মূলত কী প্রকাশ পেয়েছে?
  • কবি নিজেকে কীসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন?
  • কবি নিজেকে পৃথিবীর কী হিসেবে ঘোষণা করেছেন?
  • কবি সব ভেঙেচুরে চুরমার করেন কেন?
  • যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কীভাবে অতিক্রম করেন?
  • কবি কী মানেন না?
  • কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন?
  • কবি নিজেকে কার বিদ্রোহী-সুত বলে ঘোষণা করেছেন?
  • ইন্দ্ৰাণী-সুত কে?
  • ইন্দ্রাণী-সুতের হাতে কী?
  • কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী, অন্য হাতে কী?
  • ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’ -পঙ্ক্তিতে কী বোঝানো হয়েছে?
  • কবি নিজেকে বেদুইন বলেছেন কেন?
  • Download our App Bissoy