এইচএসসি বাংলা ১ম পত্র জীবন ও বৃক্ষ এমসিকিউ প্রশ্ন

  • মোতাহের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেছেন?
  • মোতাহের হোসেন চৌধুরী কর্তৃক ক্লাইভ বেল – এর ‘Civilization’’ গ্রন্থ অবলম্বনে রচিত গ্রন্থের নাম কী?
  • বারট্রান্ড রাসেলের ‘Conquest of Happiness’ গ্রন্থের অনূদিত গ্রন্থ কোনটি?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন কলেজের অধ্যাপক ছিলেন?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন ধরনের গদ্য রচয়িতা হিসেবে খ্যাত?
  • মোতাহের হোসেন চৌধুরী কত তারিখে মৃত্যুবরণ করেন?
  • মানুষকে বড় করে তোলা কার কাজ?
  • অপরের সার্থকতার পথে অন্তরায় সৃষ্টি করা কার কাজ?
  • “এরা নিষ্ঠুর ও বিকৃতবুদ্ধি” কেন?
  • বড় মানুষের কাছে জীবনাদর্শের প্রতীক কী?
  • বৃক্ষের কাজ কী?
  • বৃক্ষের দিকে তাকালে জীবনের কোনটি সহজ হয়?
  • বারবার কোন দিকে তাকানো প্রয়োজন?
  • ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখক কার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন?
  • ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধের লেখকের মতে কোন দিকে তাকালে রবীন্দ্রনাথ ভালো করতেন?
  • অনুভূতির চক্ষুকে বড় করে তুললে কী সহজে উপলব্ধি করা যায়?
  • বৃক্ষের সাধনায় কী দেখতে পাওয়া যায়?
  • কী মানুষের সাধনা হওয়া উচিত নয়?
  • ‘যাকে বলা হয় গোপন ও নীরব সাধনা তা বৃক্ষেই অভিব্যক্ত, এ নয়।’ অথবা, গোপন ও নীরব সাধনা কিসে অভিব্যক্ত নয়?
  • কার সার্থকতার ছবি তত সহজে উপলব্ধি করা যায় না?
  • কার ছবি আমরা প্রত্যহ দেখতে পাই না?
  • দোরের কাছে দাঁড়িয়ে বৃক্ষ কিসের বাণী প্রচার করে?
  • নদীর সাগরে পতিত হওয়ায় প্রাপ্তি স্পষ্ট হয়ে ওঠে না কেন?
  • সৃজনশীল মানুষের কিসে পার্থক্য দেখা যায় না?
  • বৃক্ষের পানে তাকিয়ে রবীন্দ্রনাথ কী উপলব্ধি করেছেন?
  • মানুষকে কী সৃষ্টি করে নিতে হয়?
  • সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের কী হয়?
  • আত্মাকে কীভাবে গড়ে তুলতে হবে?
  • আত্মাকে মধুর ও পুষ্ট করে গড়ে তুলতে হবে কেন?
  • কী কখনো শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে না?
  • কী দ্বারা জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ হয়?
  • বৃক্ষের পানের তাকিয়ে আমরা কী হতে পারি?
  • ‘গায়ের জোরে কাজে হাসিলে তৎপর থাকে যে’ তাকে কী বলে?
  • ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে ‘বুলি’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  • জীবনে অনুকরণের উপযুক্ত মহৎ ও শ্রেষ্ঠ দিকগুলোকে কী বলে?
  • রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রাবন্ধিক কী বলেছেন?
  • নির্মাণ সৃষ্টিতে তৎপর যে-
  • ‘আত্মিক’ শব্দের অর্থ কী?
  • ‘জীবন ও বৃক্ষ’ কোন ধরনের রচনা?
  • Download our App Bissoy