এইচএসসি বাংলা ১ম পত্র লালসালু উপন্যাস এমসিকিউ প্রশ্ন

  • মজিদের মহব্বতনগর গ্রামের প্রবেশটা কেমন ছিল?
  • ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?
  • সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর কে?
  • সিরাজউদ্দৌলা নাটকে চরিত্র সংখ্যা কয়টি?
  • বাংলাদেশের কথাসাহিত্যিক আন্তর্জাতিক মানে উনড়বীত করার পথিকৃৎ কে?
  • সৈয়দ ওয়ালীউল্লাহ কর্মসূত্রে বিভিনড়ব দায়িত্ব পালন শেষে দীর্ঘদিন কোথায় কর্মরত ছিলেন?
  • সৈয়দ ওয়ালীউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনূদিত হয়?
  • ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
  • ‘নয়নচারা’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?
  • ‘দুই তীর’ গল্পগ্রন্থটির প্রকাশকাল কত?
  • ‘লালসালু’ উপন্যাস অনুযায়ী কী না হলে বিদেশে এক পাও চলে না?
  • ‘লালসালু’ উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন?
  • নোয়াখালি অঞ্চলে শস্যের চেয়ে কী বেশি?
  • ‘কিন্তু দেশটা কেমন মরার দেশ’ কেন?
  • ‘রহমতপুর অঞ্চলের মানুষ জীবিকার সন্ধানে ধর্মের বাণী নিয়ে বিভিনড়ব স্থানে ছুটে যায়।’ উদ্দীপকের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কাদের মিল রয়েছে?
  • নোয়াখালী অঞ্চলে মানুষেরা দেশ ত্যাগ করে কেন?
  • মজিদ মোনাজাতের সঙ্গে দাঁড়িয়ে ছিল কেন?
  • মোদাচ্ছের পীরের কবর আবিষ্কার করায় মজিদ চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
  • বিভিন্ন গ্রাম থেকে মহব্বতনগরে মানুষ আসতে লাগে কেন?
  • রহিমার মধ্যে মজিদের প্রতি কোন বিষয়টি বিদ্যমান ছিল?
  • মজিদের মতে কাকে কষ্ট দেওয়া গুনাহ?
  • মাঠে গিয়ে মানুষ মেঠো হয়ে ওঠে কেন?
  • দুদু মিঞার মুখে লজ্জার হাসি আসে কেন?
  • মজিদের শক্তির মূল উৎস কী?
  • মহব্বনগরবাসীর কাছে রহস্যময় কে?
  • হাবীবা প্রায়ই মানবকল্যাণে মাজারে গিয়ে প্রার্থনা করে। এখানে হাবীবার সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের রহিমার কোন বিষয়টিতে মিল রয়েছে?
  • রহিমা অতি সংগোপনে মাজারে গিয়ে কী আর্জি জানায়?
  • মাজারে গিয়ে সন্তান কামনার বিষয়টিতে রহিমা চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
  • হাসুনির মা’র ক্ষেত্রে কোনটি গ্রহণযোগ্য?
  • তাহের-কাদের বাবা-মার ঝগড়ার সময় চুপ থাকে কেন?
  • হাসুনির মা’র কথা শুনে রহিমার চোখে ছলছল করছিল কেন?
  • ‘তা হুজুর, ঘরের ক্যামনে কই?’ উক্তিটি কার?
  • ঢেঙা-বুড়ো পীরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে?
  • ঢেঙা-বুড়োর হাতে মার খেয়ে হাসুনির মা কার বাড়িতে গিয়েছিল?
  • ঢেঙা বুড়োকে কী হিসেবে চিহ্নিত করা যায়?
  • হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন?
  • ঢেঙা বুড়োর অন্তরে কী বিদ্যমান?
  • ঢেঙা বুড়োর বিচারে মানুষকে ধর্মের বাণী শোনানোয় মজিদের মধ্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
  • মজিদের কণ্ঠে কোন বিষয়টি বিদ্যমান?
  • ঝড় এলে হাসুনির মায়ের কী করার অভ্যাস?
  • Download our App Bissoy