এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ বিদ্রোহী কবিতার লিখিত প্রশ্ন

  • ‘যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না’ – একথা বলার কারণ কী?
  • ‘মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণ-তূর্য’- ব্যাখ্যা করো।
  • ‘আমি দুর্বার/ আমি ভেঙে করি সব চুরমার’ – ব্যাখ্যা করো।
  • কবি নিজেকে ‘অনিয়ম উচ্ছৃঙ্খল’ বলেছেন কেন?
  • ‘আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী-সূত বিশ্ব-বিধাতৃর’- ব্যাখ্যা করো।
  • কবি নিজেকে ‘অর্ফিয়াসের বাঁশরী’ বলেছেন কেন?
  • ‘আমি চেঙ্গিস’ বলতে কবি কী বুঝিয়েছেন?
  • কবি নিজেকে ‘মহা-প্রলয়ের নটরাজ’ বলেছেন কেন?
  • “শির নেহারি’ আমারি, নতশির ওই শিখর হিমাদ্রির” ব্যাখ্যা করো।
  • কবি নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছেন কেন?
  • Download our App Bissoy