এইচএসসি বাংলা - সাহিত্য পাঠ সোনার তরী কবিতার লিখিত প্রশ্ন

  • ‘বাঁকা জল’ বলতে কী বোঝানো হয়েছে?
  • কবিতাটিতে মেঘে ঢাকা গ্রামের চিত্রকল্পের ভেতর দিয়ে প্রকৃতির কোন রূপটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা করো।
  • কবিতায় ‘একখানি ছোটো খেত’ বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
  • মাঝি চলে যাওয়ার সময় কোনো দিকে তাকায়নি কেন? ব্যাখ্যা করো।
  • “যাহা লয়ে ছিনু ভুলে” বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
  • ‘একখানি ছোটো খেত, আমি একেলা’ – ব্যাখ্যা করো।
  • সোনার তরীতে কৃষকের ঠাঁই হলো না কেন?
  • তরীটিকে কেন ‘সোনার তরী’ বলা হয়েছে?
  • দেখে যেন মনে হয় চিনি উহারে বুঝিয়ে লেখো।
  • কবিতাটিতে ‘পরপার’ বলতে মূলত কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো।
  • Download our App Bissoy