এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • গৃহ ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কী?
  • সম্পদের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
  • সম্পদের সুষ্ঠু ব্যবহারকে কী বলে?
  • সুষ্ঠু গৃহ পরিচালনায় সর্বাধিক প্রয়োজন কোনটি?
  • টাকার বিনিময় ছাড়া সরাসরি অর্জনকে কোন আয় বলে?
  • আর্থিক আয় বলতে কোনটি বোঝায়?
  • ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কী বলে?
  • বাজেটের প্রধান খাত কোনটি?
  • আয়-ব্যয়ের সমতা রক্ষাকারী বাজেট কোনটি?
  • জিনিসের মূল্য কখন বাড়ে?
  • সম্পদ পরিবর্তনের মাধ্যমে গ্রহণযোগ্যতা বাড়ানো যায়—
  • সম্পদের বহুবিধ ব্যবহারে খাবার টেবিলকে ব্যবহার করা যায়—
  • সম্পদ পরিচালনার মাধ্যমে—
  • পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত আর্থিক আয়—
  • অর্থনৈতিক সম্পদ—
  • বাজেট করার সুবিধা হলো—
  • শাহানা কোন ধরনের আয় করেন?
  • শাহানা তার পরিবারকে সেবা প্রদান করেন—
  • শারমিন পরিবারের সদস্যদের সন্তুষ্টি অর্জন করতে পারেন কিসের মাধ্যমে?
  • শারমিন উক্ত প্রক্রিয়ার মাধ্যমে—
  • একটি পরিবারের সবচেয়ে বড় সম্পদ কী?
  • অর্থব্যবস্থাপনা বলতে বোঝায়?
  • মানুষের অভাব মোচনে পণ্যের ক্ষমতাকে বলা হয়—
  • মিতা সবার চাহিদা কীভাবে পূরণ করার চেষ্টা করে?
  • অনুচ্ছেদে মিতা তার ছেলেকে পড়াশোনা দেখিয়ে দেওয়ার যথাযথ কারণ যেটি—
  • ব্যবস্থাপনার মৌলিক উপকরণ কোনটি?
  • কোনটির বিনিময় মূল্য আছে?
  • সীমাবদ্ধতা সর্বজনীন, যার সাথে সাদৃশ্যপূর্ণ—
  • পরিবার সচেতন হলে কোন আয় বৃদ্ধি করতে পারে?
  • সম্পদের বৈশিষ্ট্য কয়টি?
  • বাতাস কী ধরনের সম্পদ?
  • সম্পদ কখন কাজে আসে?
  • যেসব বিষয়ের ওপর সম্পদের উপযোগিতা নির্ভর করে—
  • খাদ্যের উপযোগ কখন বাড়ে?
  • কী ধরনের সম্পদ বিকল্প হিসেবে ব্যবহার করা যায়?
  • সম্পদ পরিচালনার মাধ্যমে অর্জিত হয়—
  • কোনটি ব্যক্তিগত সম্পদ নয়?
  • বাড়িতে উৎপাদিত শাকসবজি কী ধরনের আয়?
  • বাজেট কত ধরনের হয়?
  • তমা প্রতি মাসেই অনেক কেনাকাটা করে। ফলে মাস শেষে তার সংসার চালানো কষ্ট হয়। এক্ষেত্রে মিতার করণীয় কী?
  • Download our App Bissoy