এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কখন নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে?
  • কখন কর্মশক্তি বৃদ্ধি পায়?
  • বিজ্ঞানসম্মত উপায়ে কাজ করার নাম কাজ সহজকরণ পদ্ধতি।- কে বলেছেন?
  • Marvin E. Mundel কাজকে সহজ করার জন্য কয় প্রকার পরিবর্তনের কথা উল্লেখ করেছেন?
  • কোনো কাজ সম্পূর্ণভাবে করার জন্য প্রয়োজনীয় পর্যায়ের বর্ণনাকে কী বলে?
  • কোন চার্ট করলে কোনো একটি কাজের বিভিন্ন স্তরকে কয়েকটি দলে বিভক্ত করা যায়?
  • প্রোসেস চার্ট তৈরি করতে কমপক্ষে কয়জন লোকের প্রয়োজন?
  • একাধিক ব্যক্তি একসঙ্গে কাজ করলে কোন চার্টের মাধ্যমে কাজ বিশ্লেষণ করা যেতে পারে?
  • কোন চার্ট পায়ে চলার পথ অনুসরণ করে করা হয়?
  • হাঁড়ি-পাতিল যে স্থানে থাকে সেখানে কী রাখার প্রয়োজন নেই?
  • বর্তমানে রান্নার কাজে কী ব্যবহৃত হচ্ছে?
  • মানুষ কোন কাজে কতটা শক্তি ব্যয় করতে পারে তা নির্ভর করে—
  • শক্তি ব্যয় করার দক্ষতা বৃদ্ধি করে সফলতা অর্জন করা যায়—
  • সময় ও শক্তি পরিকল্পনা কার্যকরী ও সুষ্ঠু করতে হলে পরিকল্পনাকারীকে খেয়াল রাখতে হবে—
  • সময় সঞ্চয়ের বিবেচ্য বিষয় হচ্ছে—
  • অপরিবর্তনীয় কাজ হচ্ছে—
  • পূর্বপুরুষের ঐতিহ্য রক্ষা করতে প্রয়োজন হয়—
  • শক্তিকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে হলে আমাদের কিছু বিষয় বিবেচনা করতে হবে। বিষয়গুলো হচ্ছে—
  • প্রত্যেক পরিবারের কাজের পরিকল্পনা করা প্রয়োজন—
  • সময় ও শক্তি কোন ধরনের সম্পদ?
  • কাজে একঘেয়েমি দূর করার জন্য প্রয়োজন—
  • কাজের পর কিছুটা বিশ্রাম নিলে—
  • ক্লান্তির কারণ হচ্ছে—
  • নৈরাশ্যজনিত ক্লান্তি আসতে পারে—
  • Gilbreth চার্টের মাধ্যমে কর্মপদ্ধতি বিশ্লেষণের কলাকৌশলের কথা বলেছেন। কলাকৌশল হচ্ছে—
  • কাজ সহজিকরণের উপায় বা কৌশল হচ্ছে—
  • খাওয়ার ঘরে রাখতে হবে—
  • প্রোসেস চার্টের সুবিধা হলো—
  • উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও :
  • উদ্দীপকের সাহানা বেগম কীভাবে সময়ের সদ্ব্যবহার করবে?
  • সাহানা বেগমের ক্লান্তি দূর করার উপায়—
  • উদ্দীপকটি পড় এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও :
  • কাকলি বেগম কীভাবে কাজ করলে সুস্থ থাকতেন?
  • কাকলি বেগমের কাজের ক্ষেত্রে অভাব হলো—
  • উদ্দীপকটি পড় এবং ৩৩ ও ৩৪নং প্রশ্নের উত্তর দাও :
  • ছালেহা বেগমের পরিবার কোন নীতি অনুসরণ করে?
  • উক্ত নীতির ফলে ছালেহার পরিবারে—
  • উদ্দীপকটি পড় এবং ৩৫ ও ৩৬নং প্রশ্নের উত্তর দাও :
  • আরিফা বেগমের পরিবারে শক্তি ব্যবহারের কোন প্রভাবকের কথা বলা হয়েছে?
  • উক্ত প্রভাবক ছাড়াও যেসব প্রভাবক রয়েছে—
  • Download our App Bissoy