এইচএসসি গার্হস্থ্য বিজ্ঞান ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ডান ও বাম ডিম্বাশয় হতে প্রতি মাসে একটি করে ডিম্বা নিষ্ক্রান্ত হয়ে কোথায় পতিত হয়?
  • ডিম্বনালির সম্মুখ প্রান্তে যে ছিদ্র থাকে তাকে কী বলে?
  • প্লাসেটা তৈরিতে অংশগ্রহণ করে কোনটি?
  • কিসের প্রভাবে ছেলে ও মেয়েদের দৈহিক ও মানসিক বৈশিষ্ট্যে অনেক পরিবর্তন লক্ষ করা যায়?
  • বয়ঃবৃদ্ধির সাথে সাথে কিসের ক্ষরণ বৃদ্ধি পায়?
  • বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের বয়সসীমা কত বছর?
  • বয়ঃপ্রাপ্তির ক্ষেত্রে মেয়েদের বয়সসীমা কত বছর?
  • গোনাডোট্রপিক হরমোন কোথা হতে ক্ষরিত হয়?
  • প্রাইমারি যৌন বৈশিষ্ট্য হিসেবে ছেলেদের কী পরিবর্তন আসে?
  • মেয়েদের রজঃচক্র শুরুতে কোন হরমোন সহায়তা করে?
  • নারীদের সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে কোন হরমোন?
  • পুরুষের চেয়ে স্ত্রীলোকের বয়ঃসন্ধি কত বছর আগে হয়?
  • কোনটির প্রভাবে টেস্টাস্টেরন হরমোন নিঃসরিত হয়?
  • ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেনিয়মে হতে ডিম্বাণু উৎপাদন শুরু হয় কোন হরমোনের প্রভাবে?
  • ডিম্বাশয় হতে ডিম্বাণু স্খলিত করা কোন হরমোনের কাজ?
  • জাইগোট ক্রোমোজোমের সংখ্যা কত?
  • ডিম্বাশয় থেকে পরিণত ডিম্বাণু কোথায় প্রবেশ করে?
  • একটি শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?
  • পুরুষের কতকগুলো শুক্রাণু একবারে স্ত্রী জরায়ুতে প্রবেশ করে?
  • শুক্রাণুগুলো ডিম্বাণুর ভিতরে প্রবেশের জন্য কোন এনজাইম ক্ষরণ করে?
  • পুরুষ প্রোনিউক্লিয়াস ও স্ত্রী প্রোনিউক্লিয়াস একীভূত হয়ে ডিম্বাণুটি কিসে পরিণত হয়?
  • নিষেক কোথায় সম্পন্ন হয়?
  • ফেলোপিয়ান নালিতে অবস্থানরত শুক্রাণু কী নিঃসৃত করে?
  • শুক্রাণুর মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশ করলে লেজের ক্ষেত্রে কী ঘটে?
  • শুক্রাণুর নিষেক ক্ষমতা কত ঘণ্টা থাকে?
  • ডিম্বাণুতে কতটি ক্রোমোসোম থাকে?
  • বন্ধনের ফলে উদ্দীপিত হয়ে শুক্রাণু মস্তক থেকে কী ক্ষরণ করে?
  • নারীর গর্ভধারণকালে সকালবেলা কী ধরনের অনুভূতি হয়?
  • মাসিকের সময় কতদিন অতিক্রম হলে গর্ভসঞ্চারের বিষয়ে নিশ্চিত হওয়া যায়?
  • গর্ভফুল থেকে কোন হরমোন নিঃসৃত হয়?
  • একজন নারীর গর্ভাস্থায় মোট ওজন কত কেজি বৃদ্ধি পেতে পারে?
  • গর্ভসঞ্জারের প্রথম তিন মাসে নারীর ওজন কত কেজি বৃদ্ধি পাওয়া উচিত?
  • গর্ভাবস্থার শেষ তিন মাসে মায়ের ওজন সাধারণত কত কেজি বৃদ্ধি পায়?
  • গর্ভধারণের পর থেকে কতদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকে?
  • গর্ভসঞ্জারের পর থেকে সন্তান প্রসবের পূর্বক্ষণ পর্যন্ত সময়কে কী বলে?
  • অংকুরিতকালের সময়সীমা কত সপ্তাহ?
  • ভ্ৰূণকাল কত দিন স্থায়ী হয়?
  • জাইগোটের কোষ বিভাজন প্রথমে কোন প্রক্রিয়ায় হয়?
  • জাইগোট মরুলায় পরিণত হয় কীভাবে?
  • ট্রফোব্লাস্ট কী?
  • Download our App Bissoy