এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • IAS এর পূর্ণরূপ কোনটি?
  • নামিক হিসাবগুলোকে হিসাবকাল শেষে বন্ধ করে দেওয়া হয় কোন ধারণা অনুসারে?
  • হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসারে অনাদায়ি পাওনা সঞ্চিতি সৃষ্টি করা হয়?
  • সম্পত্তি = দায় + মালিকানাস্বত্ব। হিসাববিজ্ঞানের এ সমীকরণটি কোন নীতির বৈশিষ্ট্যের কারণে?
  • রক্ষণশীলতার নীতির প্রভাবে-
  • কোন নীতি অনুসারে সমন্বয় দাখিলা দেওয়া হয়?
  • চলমান ব্যবসা ধারণা অনুসারে সম্পদ কত প্রকার?
  • IAS – 16 এ স্থায়ী সম্পদকে কী নামে অভিহিত করা হয়?
  • হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী প্রকৃত মুনাফা নির্ণয় করতে হলে আয়ের বিপরীতে ব্যয় দেখাতে হবে?
  • কোন নীতি অনুযায়ী ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়?
  • মূলধনকে দায় হিসাবে দেখানো হয় কোন নীতি অনুসারে?
  • কোন নীতি অনুসারে সম্ভাব্য দায় আর্থিক অবস্থার বিবরণীতে নোট আকারে প্রদর্শন করা হয়?
  • জনাব তুহিনের ব্যবসায়ে বিনিয়োগের অনাদায়ি সুদ ১২,০০০ টাকা। রাজস্ব স্বীকৃত নীতি অনুযায়ী এই অনাদায়ি সুদ হিসাবভুক্ত করতে হবে-
  • মৌলিক হিসাব সমীকরণ হিসাববিজ্ঞানের কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
  • আর্থিক বিবরণীকে সর্বজনগ্রাহ্য করার জন্য গৃহীত মান কোনটি?
  • আর্থিক অবস্থার বিবরণীতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত প্রদর্শিত হবে?
  • হিসাববিজ্ঞানের সর্বজনস্বীকৃত কোন নীতির ভিত্তিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য বিবেচনা করা হবে?
  • আয় বিবরণী প্রস্তুত করা হয় কোন নীতি অনুযায়ী?
  • হিসাববিজ্ঞানের আন্তর্জাতিক শীর্ষ সংস্থা কোনটি?
  • GAAP-এর সম্পূর্ণ রূপ কী?
  • হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আয়ের বিপরীতে ব্যয়কে চার্জ করা হয়?
  • পেশাদার হিসাব নিরীক্ষক তৈরি করে কোন প্রতিষ্ঠান?
  • সম্ভাব্য সকল ব্যয়কে হিসাবভুক্ত করা কিন্তু সম্ভাব্য সকল আয়কে হিসাবভুক্ত না করা এটি হিসাববিজ্ঞানের কোন নীতি?
  • হিসাবে সম্পত্তি ক্রয়মূল্যে উপস্থাপন করা হবে। এটি কোন ধারণার ওপর প্রতিষ্ঠিত?
  • প্রাপ্য হিসাবকে নিট আদায়য়োগ্য মূল্যে দেখানোর ক্ষেত্রে হিসাববিজ্ঞানের কোন নীতি প্রভাববিস্তার করে?
  • প্রদেয় খরচসমূহ সমন্বয় করার ক্ষেত্রে হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুসরণ করা হয়?
  • হিসাববিজ্ঞানে তিনটি “C” আছে, এগুলো দ্বারা বোঝায়-
  • FASB-এর পূর্ণরূপ কী?
  • সোহেল অ্যান্ড কোং-এর সমাপনী মজুদ ক্রয়মূল্য ১৫,৫০,০০০ টাকা এবং বাজারমূল্য ২০,০০,০০০ টাকা। কোন নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্য ১৫,৫০,০০০ টাকা ধরা হয়েছে?
  • IASC-এর পূর্ণরূপ কোনটি?
  • AAA-এর পূর্ণরূপ কী?
  • পেশাদারি হিসাব সংস্থা
  • কোন নীতির কারণে মূলধন একটা প্রতিষ্ঠানের দায়?
  • কোন নীতি অনুযায়ী অগ্রিম প্রদত্ত ব্যয়কে মোট ব্যয় থেকে বাদ দিতে হয়?
  • হিসাববিজ্ঞানের কোন নীতির আলোকে সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য বা বাজারমূল্য যেটি কম সেটি বিবেচনা করতে হয়?
  • উপরিউক্ত সমন্বয় দুটি না করা হলে মি, রাজন এর ব্যবসায়ের নিট লাভ কত টাকা কম বা বেশি দেখানো হবে?
  • হিসাববিজ্ঞানের কোন ধারণার কারণে উপরিউক্ত সমন্বয় দুটি করা প্রয়োজন?
  • হিসাববিজ্ঞানের কোন ধারণা অনুযায়ী স্থায়ী সম্পদ লিপিবদ্ধ করা হয়?
  • অনাদায়ি পাওনা সঞ্চিতি কোন নীতির ভিত্তিতে রাখা হয়?
  • সর্বজনস্বীকৃত নীতিমালাসমূহ কী নামে পরিচিত?
  • Download our App Bissoy