এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • লভ্যাংশ হিসাবে নগদ টাকার পরিবর্তে কোন শেয়ার প্রদান করা হয়?
  • কোম্পানির বিলিকৃত মূলধন কত?
  • অধিহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করে?
  • পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন?
  • বাংলাদেশের কোম্পানিসমূহ কত সালের আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়?
  • শেয়ার ইস্যু করা যেতে পারে-
  • শেয়ারের অভিহিত মূল্য ও বিক্রয়মূল্যের পার্থক্যকে বলা হয়-
  • রাইট শেয়ার কাদের মধ্যে ইস্যু করা হয়?
  • যৌথমূলধনী কোম্পানির মূলধন কাঠামোর উপাদান-
  • কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণকারীদের কী বলে?
  • কোন ধরনের শেয়ারের মূল্য নির্দিষ্ট সময় শেষে ফেরতযোগ্য?
  • ‘X’ লি. মোট কত শেয়ার বিক্রয় করে?
  • ‘X’ লি. এর শেয়ারপ্রতি অধিহার কত টাকা?
  • কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডাররা-
  • গ্রীন কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। ইস্যুকৃত মূলধনের পরিমাণ অনুমোদিত মূলধনের ৮০% এবং বিলিকৃত মূলধনের পরিমাণ ইস্যুকৃত মূলধনের ৯০% হলে উক্ত কোম্পানির বিলিকৃত মূলধনের পরিমাণ কত টাকা?
  • অগ্রাধিকারযুক্ত শেয়ারহোল্ডাররা অগ্রাধিকার পায়-
  • বাংলাদেশের কোম্পানি আইনে কয় ধরনের কোম্পানির উল্লেখ আছে?
  • নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়-
  • মূলধনের অসম মূল্যের অংশকে কী বলা হয়?
  • ঋণপত্রের মালিকদের অর্জন কী?
  • সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে?
  • ১০০ টাকা মূল্যের শেয়ার ৯০ টাকায় ইস্যু করা হলে শেয়ার মূলধনের কত টাকা করে হিসাবভুক্ত হবে?
  • শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা?
  • শেয়ার আবেদনে কত টাকা পাওয়া গেল?
  • কোনটিকে কোম্পানির সনদ বলা হয়?
  • একটি যৌথমূলধনী কোম্পানি-
  • বর্তমানে বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়?
  • কোম্পানির মোট অধিহারের পরিমাণ কত?
  • মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
  • কোম্পানি কখন অধিহারে শেয়ার ইস্যু করতে পারে?
  • বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কী প্রভাব পড়ে?
  • শেয়ার অধিহার হলো-
  • কোম্পানির মোট আদায়কৃত মূলধনের পরিমাণ কত?
  • কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করলে অবহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতকে প্রভাবিত করবে?
  • কামাল কোম্পানি লি. এর মোট অধিহারের পরিমাণ কত?
  • উক্ত কোম্পানির মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত?
  • কোম্পানি গঠনের সময় শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহের যে অধিকার পাওয়া যায় সেই মূলধনকে বলে-
  • শেয়ার অধিহারকে অন্য কী নামে অভিহিত করা যায়?
  • কোনটি হাইব্রিড সিকিউরিটি?
  • কোম্পানির অনুমোদিত মূলধনের যে অংশ বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র প্রচার করা হয় তাকে কী বলে?
  • Download our App Bissoy