এইচএসসি হিসাববিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • পণ্যের বিক্রয়মূল্য হতে বিক্রীত পণ্যের ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকে বলে-
  • কোনটি মালিকানাস্বত্বের অংশ নয়?
  • রেওয়ামিলে পণ্য ক্রয় ৫৬,১৫০ টাকা, ক্রয় ফেরত ১,৫০০ টাকা। ক্রীত পণ্যের মধ্যে ১৫% হারে ভ্যাট অন্তর্ভুক্ত আছে। নিট ক্রয়ের ওপর ভ্যাটের পরিমাণ কত?
  • বিক্রয় ভ্যাট, ক্রয় ভ্যাট অপেক্ষা বেশি হলে তা কোম্পানির কী?
  • ১০% হারে ১১ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করা হলো- এটি কোন ধরনের সম্পত্তি?
  • IAS-এর পূর্ণরূপ কী?
  • ঘোষিত লভ্যাংশের যে অংশ এখনও কেউ দাবি করেনি তাকে বলে-
  • রক্ষিত আয় বিবরণীর মূল উদ্দেশ্য কী?
  • রেওয়ামিলে ভাড়া ৩/৪ অংশ প্রদান ৩০,০০০ টাকা দেওয়া আছে। বিশদ আয় বিবরণীতে ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে?
  • দবির বৎসরের শুরুতে ১,০০,০০০ টাকায় একটি পুরাতন যন্ত্র ক্রয় করেন। যন্ত্রটির মেরামত ব্যয় ২০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা নির্বাহ করা হয়। বৎসর শেষে ১২% হারে যন্ত্রপাতির অবচয় কত হবে?
  • প্রারম্ভিক মজুদ ১৫,০০০ টাকা, সমাপনী মজুদ ২০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ৮০,০০০ টাকা। ক্রয়ের পরিমাণ কত?
  • করহার ১৫%, কর পরবর্তী নিট মুনাফা ১,২৭,৫০০ টাকা হলে প্রদেয় কর কত?
  • মুনাফাবিহীন পণ্য বিক্রয় বাদ দিতে হয়-
  • আসবাবপত্রের প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা। বৎসরের মাঝামাঝি ৪,০০০ টাকা পুস্তকমূল্যের আসবাবপত্র ৩,০০০ টাকায় বিক্রয় করা হয়। ১০% হারে বৎসর শেষে আসবাবপত্রের অবচয় কত?
  • সফিক ১৫% হারে ১৩,৫০০ টাকা সুদ পেয়েছেন। বৎসরের মাঝামাঝি তিনি ৩০,০০০ টাকা নতুন মূলধন বিনিয়োগ করেন। তার প্রারম্ভিক মূলধন কত ছিল?
  • প্রারম্ভিক মজুদ মাল ১৫,০০০ টাকা, ক্রয় ৬০,০০০ টাকা এবং বিক্রয় ৫০,০০০ টাকা। বিক্রয়ের ওপর মুনাফা ২৫% হলে সমাপনী মজুদের পরিমাণ কত?
  • কোম্পানি বিক্রয়ের পরিমাণ কত?
  • ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ কত?
  • বিক্রয়ের ওপর মুনাফার হার ২০% অংশ হলে বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর মুনাফার হার কত হবে?
  • প্রারম্ভিক মজুদ পণ্যের মূল্য বেশি দেখানো হলে-
  • মোট লাভ জানা যায় কোনটির মাধ্যমে?
  • বিনামূল্যে পণ্য বিতরণ করলে-
  • চলতি বছর আর্থিক বিবরণীতে বিলম্বিত বিজ্ঞাপন ব্যয় কত দেখানো হবে?
  • বিক্রীত পণ্যের ব্যয় বিক্রয় অপেক্ষা বেশি হলে-
  • ১৫% ভ্যাটসহ পণ্য ক্রয় ৩৬,৫০০ টাকা এবং ক্রয় ফেরত ২,০০০ টাকা হলে ক্রয় ভ্যাটের পরিমাণ কত টাকা?
  • পরিচালন আয়ের উদাহরণ কোনটি?
  • কোম্পানি আইন অনুযায়ী সুনাম কোন ধরনের সম্পদ?
  • ঘোষিত লভ্যাংশ কিসের ওপর ভিত্তি করে নির্ণয় করা হয়?
  • একটি কোম্পানির ক্রয় (১৫% ভ্যাটসহ) ৩০,০০০ টাকা, ক্রয় ফেরত ৩,০০০ টাকা, ক্রয় বাট্টা ২,০০০ টাকা হলে ভ্যাটের পরিমাণ কত টাকা?
  • বিক্রয় ২০,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ৫,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,৫০০ টাকা, ক্রয় ১৫,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে মোট মুনাফা কত টাকা?
  • ২০২০ সালে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত টাকা?
  • নিট বিক্রয় ও বিক্রীত পণ্যের ব্যয় এর পার্থক্য কোনটি?
  • ৩/৫ অংশ ভাড়া প্রদান ১৫,০০০ টাকা হলে মোট ভাড়ার পরিমাণ কত টাকা হবে?
  • সাপ্লাইজের প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সাপ্লাইজ ক্রয় ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৪,০০০ টাকা। ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ কত?
  • কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে অসমন্বয়কৃত ব্যয় হিসেবে দেখানো হয়?
  • যৌথমূলধনী কোম্পানি লভ্যাংশ প্রদান করে-
  • আর্থিক বিবরণী সর্বোচ্চ কত সময়ের জন্য তৈরি করা হয়?
  • কোনটি অস্পর্শনীয় সম্পত্তি?
  • সমাপনী মজুদ মূল্যায়নের পর যদি পণ্য আগুনে বিনষ্ট হয় এবং বিমা করা না থাকে তবে আর্থিক বিবরণীতে এর ব্যবহার হবে—
  • বিজ্ঞাপন খরচ বিলম্বিত করলে প্রতিষ্ঠানের আয় বিবরণীতে কী প্রভাব পড়ে?
  • Download our App Bissoy