এইচএসসি ইতিহাস ১ম পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ভারতে সর্বপ্রথম রেলপথ প্রবর্তন করেন কে?
  • অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেন কে?
  • প্রথমে পাঁচসালা বন্দোবস্ত চালু করেন কে?
  • দ্বৈতশাসন নীতির প্রবর্তক কে?
  • চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
  • বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন কে?
  • রেগুলেটিং অ্যাক্ট-এর প্রণেতা কে?
  • সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
  • কত সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়?
  • মহীশুর রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কে?
  • মহীশুরের বাঘ বলা হয় কাকে?
  • ভারতে নৌবাহিনী গড়ে তোলার চেষ্টা করেন কে?
  • ওয়ারেন হেস্টিংস তাঁতিদের ওপর জুলুম নিষিদ্ধ করেন কেন?
  • রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য কী ছিল?
  • হায়দার আলী সর্বপ্রথম কার অধীনে সেনানায়ক হিসেবে চাকরি শুরু করেন?
  • ‘এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয় কেন?
  • লর্ড ডালহৌসির সময়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি?
  • টিপু সুলতানের পরাজয়ের কারণ হলো-
  • লর্ড ডালহৌসির সাম্রাজ্য বিস্তার নীতির দিকগুলো হলো-
  • চিরস্থায়ী বন্দোবস্ত বাংলায় সুদৃঢ় করেছিল ইংরেজ-
  • সূর্যাস্ত আইনের ফলে গড়ে ওঠা জমিদাররা কালক্রমে-
  • হিন্দু, সন্ন্যাসী ও মুসলিম ফকির বিদ্রোহী হয়ে ওঠে-
  • উল্লিখিত ব্যক্তিকে উচ্চপদে আসীন হয়ে সম্মুখীন হতে হয়-
  • উক্ত শাসক যে কারণে অভিশংসনের শিকার হন-
  • কত খ্রিষ্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে নিয়ামক আইন পাস হয়?
  • কত খ্রিষ্টাব্দে কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন?
  • কুখ্যাত সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?
  • কোন আইনের বলে ভারতীয়গণ প্রশাসনে উচ্চপদে নিয়োগের অধিকার লাভ করে?
  • হেস্টিংসের বৈদেশিক নীতির মূল লক্ষ্য কী ছিল?
  • চিরস্থায়ী বন্দোবস্তের একটি অন্যতম সুফল হিসেবে কোনটিকে বলা যায়?
  • অধীনতামূলক নীতি গ্রহণের ফলে ভারতীয় রাজ্যগুলোর পরিণতি কী হয়েছিল?
  • লর্ড বেন্টিঙ্কের শাসনামলের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি কোনটিকে বলা হয়?
  • ফকির-সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম কারণ কোনটি?
  • ফরায়েজি আন্দোলনকে কী বলা যায়?
  • ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ব্রিটিশ শাসিত ভারতে মুসলমানদের অবস্থা কীরূপ ছিল?
  • ১৮৫৭ সালের মহাবিপ্লবের অন্যতম রাজনৈতিক কারণ কী ছিল?
  • বেন্টিঙ্কের শাসনামল কেন প্রসিদ্ধি লাভ করেছে?
  • বেন্টিঙ্কের অন্যতম সামাজিক সংস্কারমূলক কাজগুলো ছিল –
  • ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ দ্বারা কোম্পানি ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বাৎসরিক কত টাকা ব্যয় করতে স্বীকৃত হয়?
  • ভয়ঙ্কর ৫০০ ঠগীকে হত্যা করেন কে?
  • Download our App Bissoy