এইচএসসি কৃষি শিক্ষা ২য় পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘অর্থনীতি হলো এমন এক বিজ্ঞান যা সম্পদ সষ্টি, বণ্টন ও সমস্যা নিয়ে আলোচনা করে’— উক্তিটি কার?
  • পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থার সব বৈশিষ্ট্য দেখা যায় কোন খামারে?
  • ২০১৬ সালের অর্থনেতিক সমীক্ষা অনুসারে জিডিপি-তে কৃষিখাতের অবদান শতকরা কত ভাগ?
  • বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড কোনটি?
  • এ্যাডাম স্মিথের মতানুসারে, অর্থনীতির আলোচ্য বিষয় বহির্ভূত কাজ কোনটি?
  • কৃষি শিল্পের নিজস্ব বৈশিষ্ট্যের আলোকে অর্থনীতির সাধারণ সূত্রসমূহ প্রয়োগ করা হয় কোনটিতে?
  • পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি হাঁস-মুরগি পালন করে?
  • পারিবারিক খামারে কৃষক সাধারণত কতটি গরু পালন করে?
  • খামার হলো –
  • কৃষি অর্থনীতির আলোচ্য বিষয় –
  • খামারকরণের প্রাকৃতিক উৎসমূহের মধ্যে রয়েছে —
  • মাহিনের সংগৃহিত পণ্য কোনটি?
  • শাহীনের হ্যাচারির জন্য প্রয়োজন –
  • প্রতি বছর আন্তর্জাতিক পারিবারিক খামার দিবস পালিত হয় কখন?
  • কোন সালকে ‘আন্তর্জাতিক পারিবারিক খামার বছর’ ঘোষণা করা হয়েছিল?
  • সমবায় গঠনের মাধ্যমে কৃষিকাজ পরিচালনা করা হয় কোন ধরনের খামারে?
  • রাষ্ট্রের নিয়ন্ত্রণে ও মালিকানায় কোন ধরনের খামার পরিচালিত হয়?
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারটি কোন শ্রেণিভুক্ত?
  • ‘গ্রামীণ খামার’ কোন ধরনের খামার?
  • আয়তনের দিক থেকে খামার কত ধরনের?
  • সর্বোচ্চ লাভের লক্ষ্যে নির্মিত খামার কোনটি?
  • বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের খামারটি কোন ধরনের?
  • বিশেষভাবে পরিকল্পিত মিশ্র খামারকে অন্য কী নামে অভিহিত করা হয়?
  • মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার?
  • যৌথ খামারের ক্ষেত্রে —
  • রাষ্ট্রীয় খামার পরিচালনায় –
  • একক পণ্য খামারের ক্ষেত্রে-
  • মিশ্র খামারকে বলা হয়-
  • আসাদের খামারটি কোন ধরনের?
  • আসাদের গড়ে তোলা খামারটি-
  • রাব্বানী সাহেবের নির্মিত খামারটি কোন ধরনের?
  • রাব্বানী সাহেব তার খামারটি নির্মাণে-
  • উৎপাদনের লাভ-লোকসান নির্ধারণে কোন নীতি ব্যবহার করা হয়?
  • উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে উৎপাদন নিশ্চিত করাকে কী বলে?
  • ব্যয় নীতি অনুসারে মোট উৎপাদন আয় ও পরিবর্তনশীল বায় সমান না হওয়া পর্যন্ত কোনটি ঘটতে পারবে?
  • উৎপাদিত পণ্যের পরিমাণ ও খরচ দ্বারা পণ্য নির্ধারণ করা হয় কোন নীতি দ্বারা?
  • সীমিত সম্পদের সঠিক ব্যবহার করতে খামার ব্যবস্থাপনায় কোন নীতি অনুসরণ করা হয়?
  • উঁচু ও সুনিষ্কাশিত ভূমি কোন ধরনের ফসলের খামারের জন্য অপরিহার্য?
  • কীসের ওপর নির্ভর করে সেচ ও নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হয়?
  • শস্য উৎপাদনে কোন বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ?
  • Download our App Bissoy