এইচএসসি মনোবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগার কত সালে স্থাপিত হয়েছে?
  • Psychology শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
  • ”Psyche” এবং ”Logos” শব্দ দুটি কোন ভাষার শব্দ?
  • ”Psyche” শব্দের অর্থ কী?
  • আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে কী সম্বন্ধীয় বিজ্ঞান বলা হয়?
  • কত সালে মনোবিজ্ঞানের প্রথম পরীক্ষাগার স্থাপিত হয়?
  • উন্ড মনোবিজ্ঞানকে কীসের বিজ্ঞান হিসেবে ব্যাখ্যা করেন?
  • ইঁদুর নিয়ে গবেষণা করেন কে?
  • কুকুর নিয়ে গবেষণা করেন কোন বিজ্ঞানী?
  • শ্রেণিকক্ষে শিক্ষকের বক্তব্য কোন ধরনের আচরণ?
  • মানুষ, প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞানসম্মত আলোচনাকে কী বলে?
  • সামগ্রিক আচরণ কোনটি?
  • মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কী?
  • কোনটি ইন্দ্রিয় নয়?
  • মানুষের সামগ্রিক আচরণ নিয়ন্ত্রণ হয় কীসের দ্বারা?
  • কোনটি মনোবিজ্ঞানের বিষয়বস্তু নয়?
  • মনোবিজ্ঞানের ভিত্তিমূল কী?
  • হিপোক্রেটিস কোন দেশের চিকিৎসক ছিলেন?
  • মেডিসিনের জনক বলা হয় কাকে?
  • উব অহরসধ গ্রন্থটির রচয়িতা কে?
  • উন্ড কত সালে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ গবেষণাগার স্থাপন করেন?
  • আইভান প্রেট্রোভিচ্ প্যাভ্লেভ্ কী ছিলেন?
  • ”Principles of Physiological Psychology’ ‘ বইটি কার লেখা?
  • ”Principles of Physiological Psychology” বইটি কত সালে প্রকাশিত হয়?
  • মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে কোনটি সঠিক নয়?
  • হিপোক্রাটিসের আগ্রহ কীসের উপর ছিল?
  • কোন শতাব্দীর পূর্ব পর্যন্ত জৈবমননাবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অবহেলিত ছিল?
  • আচরণগত দৃষ্টিভঙ্গিতে কীসের উপর গুরুত্ব আরোপ করা হয়?
  • আচরণগত দৃষ্টিভঙ্গির সূত্রপাত করেন কে?
  • প্যাভ্লভ্ কান দেশের নাগরিক?
  • প্যাভ্লভ কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  • প্যাভ্লভ্ কোন বিষয়ে নোবেল পুরস্কার পান?
  • প্যাভ্লভ্ কী ছিলেন?
  • কে বিশ্বাস করতেন স্বাধীন বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞান ছিল সম্পূর্ণ অসহায়?
  • উইলিয়াম জেমস্-এর ছাত্র কে?
  • কত বছর বয়সে থর্নডাইক বিড়াল নিয়ে পরীক্ষালব্ধ তথ্য সমৃদ্ধ প্রবন্ধ প্রকাশ করেন?
  • জ্ঞানীয় দৃষ্টিভঙ্গির মূল নিহিত কোথায়?
  • মানুষকে তথ্যের চরম সক্রিয় প্রক্রিয়াজাতকারক হিসেবে দেখে থাকেন কারা?
  • মনোবিজ্ঞানের কোন শাখার অবদানের ফলে মনোবিজ্ঞান বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
  • পরীক্ষণ মনোবিজ্ঞানের যাত্রা শুরু হয় কবে?
  • Download our App Bissoy