এইচএসসি মনোবিজ্ঞান ২য় পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোন শিক্ষণ প্রক্রিয়ার কারণে অনেকে গান্ধীটুপি, মুজিবকোট, চুলের ছট প্রভৃতি ব্যবহার করে থাকেন?
  • সমাজীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়?
  • একজন ব্যক্তির জীবনে সমাজীকরণ প্রক্রিয়া কতকাল কার্যকর থকে?
  • সমাজীকরণ প্রক্রিয়া কখন সবচেয়ে বেশি গতিশীল থাকে?
  • সমাজীকরণ প্রক্রিয়ায় কয় ধরনের মনোভাবের পরিবর্তন লক্ষ করা যায়?
  • শিশু মিথস্ক্রিয়ার মাধ্যমে কী শিখে?
  • ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন প্রক্রিয়ায় তার পরিবেশ ও পরিস্থিতির সাথে নিজের উপযোজন সাধন করে?
  • কোন প্রক্রিয়ায় একজন ব্যক্তির আচরণ পরিবর্তিত হয়ে সমাজের জন্য ব্যক্তির আচরণের সামঞ্জস্যপূর্ণ হয়?
  • কার মতে, সমাজীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার নিজের পরিবার ও কৃষ্টির উপযোগী আচরণের ধারা, বিশ্বাস ও প্রেষণামান শিক্ষা করে?
  • শিশুর সমার্জীকরণের প্রথম ধাপ কোনটি?
  • করণ শিখনে কোন প্রক্রিয়ায় উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটে?
  • কোন শিখনে যান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্দীপকের সাথে প্রতিক্রিয়ার সংযোগ ঘটে?
  • কয় ধরনের করণ শিখন প্রক্রিয়ায় ব্যক্তির সমাজীকরণ সম্পন্ন হয়?
  • করণ শিখনে কোন প্রক্রিয়ায় শিখন সম্পন্ন হয়?
  • করণ শিখন প্রক্রিয়ায় শিশুর আচরণ গঠনে কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
  • তিরস্কার ও পুরষ্কারের মাধ্যমে শিশুর প্রত্যাশিত আচরণ তৈরি করাননাকে কী বলা হয়?
  • কোন মনোবিজ্ঞানী করণ শিখনের ঝযধঢ়রহম বা সুগঠিত আচরণের ধারণা দেন?
  • কোন শিখনে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া তার ফলাফলের দ্বারা নিয়ন্ত্রিত হয়?
  • সহায়ক শিখন সম্পর্কে কোন মনোবিজ্ঞানী সংজ্ঞা প্রদান করেন?
  • সহায়ক শিখনে এ্যালেন ও সহয়োগীরা কী বিষয়ে গবেষণা করেন?
  • প্রাসঙ্গিক শিখন কোন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত?
  • একাত্মীভবন অনুসারে শিশুরা সাধারণভাবে কাদের অনকরণ ও অনুসরণ করে?
  • কোন মনোবিজ্ঞানী অনুকরণ শিখনের ধারণা প্রদান করেন?
  • কার মতে, অনুকরণ শিখন শিশুর ১ বছর বয়স থেকেই শুরু হয়?
  • একজন ব্যক্তি বাড়িতে পিতা বা মাতা। পেশার ক্ষেত্রে সে শিক্ষক, চিকিৎস, প্রকৌশলী, অফিসের কর্মকর্তা বা কর্মচারী। এ ঘটনা কোন শিখনকে নির্দেশ করে?
  • কোন পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়?
  • শিশু বা ব্যক্তির সমাজীকরণের প্রধান মাধ্যম কী?
  • কয় প্রকার পারিবারিক সম্পর্ক শিশুর সমাজীকরণে বিশেষ প্রভাব বিস্তার করে?
  • কোন গবেষক শিশুর উপর পিতা-মাতার প্রভাবের কথা উল্লেখ করেন?
  • পিতা-মাতার আচরণ রক্ষণশীল হলে শিশুর উপর কী প্রভাব পড়বে?
  • পিতা-মাতার আচরণ বর্জন বা প্রত্যাখ্যানধর্মী হলে তা শিশুর উপর কী প্রভাব ফেলবে?
  • পিতা-মাতার অনুমোনশীল আচরণ শিশুর উপর কী প্রভাব ফেলে?
  • পিতা-মাতার কোন ধরনের আচরণের জন্য শিশু অবাধ্য হয়?
  • কার মতে, ভাই-বোনদের মধ্যে ছোট সদস্যের মনে হীনমন্যতা বোধ জম্মে?
  • যৌথ পরিবারের ছেলেমেয়েরা একক পরিবারের ছেলেমেয়েদের তুলনায় কোন ক্ষেত্রে বেশি পারদর্শী?
  • কার সংস্পর্শে শিশুর প্রেষণা ও পেশাগত জীবনের ভিত্তি রচিত হয়?
  • কার মতে, শিশুরা অনেক সময় শিক্ষকের মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়?
  • কার মতে, সহপাঠীদের মধ্যে ইতিবাচক সম্পর্কের প্রভাবে শিশুর মধ্যে সৌহার্দ, সম্প্রীতি, প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠে?
  • কোনটি সমাজীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম?
  • কার মতে, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাবে ব্যক্তি বা শিশুর মধ্যে ধর্মীয় মূল্যবোধ গড়ে উঠে?
  • Download our App Bissoy