এইচএসসি মনোবিজ্ঞান ২য় পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মানসিক চাপ সৃষ্টিকারী উদ্দীপককে কী বলা হয়?
  • কার মতে, অবহিতিমূলক উপাদানসমূহ সুসামঞ্জস্যপূর্ণ হলে ব্যক্তি কোনো প্রকার চাপ অনুভব করে না?
  • মানসিক চাপ কেন সৃষ্টি হয়?
  • জৈবিক বা মানসিক, বাহ্যিক বা অভ্যন্তরীণ, অনিষ্টকর বা বনাকর যেকোনো উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ অসুবিধাকে কী বলা হয়?
  • হ্যান্স সেলাই কত সালে মানসিক চাপ তত্ত্ব প্রদান করেন?
  • কোন মনোবিজ্ঞানী মানসিক চাপ তত্ত্ব প্রদান করেন?
  • কার মতে, মানসিক চাপ ব্যক্তি জীবনের একটি সাধারণ ঘটনা?
  • কয় ধরনের অবস্থাতে মানসিক চাপ সৃষ্টি হয়?
  • মানসিক চাপ মোকাবেলার প্রতিক্রিয়ার প্রথম পর্যায়ে কী ঘটে?
  • সাধারণত ব্যক্তি জীবনে কয় ধরনের মানসিক চাপ লক্ষ করা যায়?
  • মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে কয় ধরনের পারিপার্শ্বিক উপাদানের সমন্বয় ঘটে?
  • কার মতে, মানসিক চাপ যত না বস্তুনিষ্ঠ, তার চেয়ে বেশি ব্যক্তিনিষ্ঠ?
  • চাপ সৃষ্টি মস্তিষ্কের কোন অ্যাপটি সবচেয়ে বেশি উদ্দীপিত হয়?
  • মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয়?
  • মানসিক চাপ কয় ধরনের?
  • কোনো কিছু অর্জনের পর তা বজায় রাখার ক্ষেত্রে যে চাপ তা হলোÑ
  • দরিদ্রতার কারণে পিতা কন্যাকে সৎপাত্রে দান করতে ব্যর্থ হয়ে খুব মনোকষ্টে আছেন। এটি হতাশার কোন ধরনের উৎস?
  • নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করাকে বলেÑ
  • কোন ধরনের শিশুরা চরমভাবে নিজেদের খোলসের মধ্যে গুটিয়ে নেয়ে?
  • কোন মপনাবিজ্ঞানী মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে অসম্মান, হৈ-চৈ, একাকীত্ব ইত্যাদিকে দায়ী করেন?
  • একটি লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত আচরণ বাধাগ্রস্ত হলে তাকে কী বলে?
  • অসহায়ত্বের উৎসকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়?
  • যাত্রাপথে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া কোন ধরনের হতাশার উৎস?
  • জে. উইস কত সালে অসহায়ত্ব নিয়ে পরীক্ষাকার্য পরিচালনা করেন?
  • জে, উইস অসহায়ত্ব নিয়ে পরীক্ষণকালে কয় ধরনের পরিস্থিতি সৃষ্টি করেন?
  • জে. উইস অসহায়ত্ব নিয়ে পরীক্ষাকালে কোন প্রাণীকে উপাদান হিসেবে ব্যবহার করেন?
  • জে, উইস কীভাবে ইদুরের অসহায়ত্ব পরীক্ষা করেন?
  • James D Paga এর লিখিত গ্রন্থ কোনটি?
  • কোন মনোবিজ্ঞানী প্রতিযোগিতা, অত্যধিক উচ্চাশা ও সামাজিক বাধা নামক হতাশার উৎসের ধারণা দেন?
  • কোনো একটি উদ্দীপক অত্যন্ত তীব্র হয়ে উঠে মানসিক চাপ সৃষ্টির কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়?
  • অতি শীত বা অতি গরমের ফলে মানসিক চাপের কোন বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয়?
  • দীর্ঘকাল কাজ করার ফলে সাময়িকভাবে কর্মক্ষমতা হ্রাস পাওয়া হলোÑ
  • ব্যক্তির কয়টি অবস্থা বুঝতে কর্মভার শব্দটি ব্যবহৃত হয়?
  • কর্মভারকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?
  • ২ ধরনের কর্মভার হলো-
  • কর্মভারের লক্ষণসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
  • শরীর অবশ লাগা, তৃষ্ণা/অনুভব, হাইতোলা ইত্যাদি কিসের লক্ষণ?
  • প্রতিষ্ঠানে কর্মঘণ্টা বাড়ানো হলে কী ঘটে?
  • শিল্পকারখানায় সর্বোচ্চ উৎপাদনশীলতার সাধারণ ব্যবস্থা হলোÑ
  • কর্ম পুনর্বিন্যাসের ফলে কী ঘটে?
  • Download our App Bissoy