এইচএসসি অর্থনীতি ১ম পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মানুষ কেন অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়?
  • কীসের জন্য মানুষ তার সকল অভাব একসাথে পূরণে সমস্যায় পড়ে?
  • অসীম অভাব এবং সম্পদের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে মানবজীবনে কোন সমস্যার সূত্রপাত ঘটে?
  • অসীম অভাব পূরণের জন্য সম্পদের পরিমাণ কেমন?
  • কোনটি মানবজীবনের মূল অর্থনৈতিক সমস্যা?
  • অধ্যাপক রবিন্সের অর্থনীতির সংজ্ঞা থেকে মানবজীবনের কয়টি অর্থনৈতিক সমস্যার ধারণা পাওয়া যায়?
  • অর্থনীতিতে সর্বপ্রথম ‘দুষ্প্রাপ্যতা’ ধারণাটির ব্যবহার করেন কে?
  • মানুষের জীবনে অভাব ও আকাঙ্ক্ষার ধরন কেমন?
  • অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন কে?
  • শরীফ অন্ন, বস্ত্র, বাসস্থানের চাহিদা ঠিকমতো পূরণ করতে পারছে না। এটি কোন ধরনের চাহিদাকে নির্দেশ করে?
  • মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে-
  • প্রয়োজনীয় দ্রব্যের অভাবকে ভাগ করা যায়-
  • অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে তানিয়ার খাবারের চাহিদাকে কী বলা যায়?
  • তানিয়ার মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধানত দায়ী-
  • অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতাকে কী বলে?
  • মৌলিক অর্থনীতিতে সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন?
  • চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিই হলো—
  • অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ?
  • মানবজীবনে প্রয়োজনের তুলনায় সম্পদের স্বল্পতাকে কী বলে?
  • অর্থনৈতিক সমস্যার প্রধান কারণ কোনটি?
  • সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটি হলো—
  • অসংখ্য অভাব থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাব বাছাই করাকে কী বলে?
  • অর্থনীতিতে ‘নির্বাচন প্রয়োজনীয়, কারণ-
  • অর্থনৈতিক সমস্যা হচ্ছে-
  • অধ্যাপক এল. রবিন্সের সংজ্ঞা বিশ্লেষণ করলে পাওয়া যায়-
  • ‘মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়’—উক্তিটি কার?
  • আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়?
  • মানবজীবনে অর্থনৈতিক সমস্যার মূলে রয়েছে কোনটি?
  • মানবজীবনে অসীম অভাব সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজন হলো—
  • অর্থনীতিকে ‘স্বল্পতার বিজ্ঞান’ (science of scarcity) হিসেবে ব্যাখ্যা দিয়েছেন কে?
  • ‘An Eassy on the Nature and Significance of Economic Science’ গ্রন্থটি কত সালে প্রকাশিত?
  • কোনটি অনুসারে মানুষ অসংখ্য অভাব থেকে তার অভাবগুলোকে নির্বাচন করে?
  • ব্যক্তিগত বা জাতীয় জীবনে কী থেকে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি?
  • অসীম অভাব এবং দুষ্প্রাপ্যতার মধ্যে সমন্বয় সাধনকে কী বলে?
  • কীসের প্রেক্ষিতে অর্থনীতিবিদ এল. রবিন্স অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান বলে অভিহিত করেন?
  • সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে কোন সমস্যাটির উদ্ভব হয়?
  • দুষ্প্রাপ্যতা বলতে মূলত সম্পদের কোনটিকে বোঝায়?
  • কোন দ্রব্যের ক্ষেত্রে দুষ্প্রাপ্যতার ধারণা কার্যকর হয় না?
  • ‘মানুষ যে সকল পণ্যসামগ্রী চায় তার যোগানের সীমাবদ্ধতাই হলো দুষ্প্রাপ্যতা’- কে বলেছেন?
  • অর্থনীতিকে ‘প্রশাসনিক বিজ্ঞান’ বলে অভিহিত করেন— কোন অর্থনীতিবিদ?
  • Download our App Bissoy