এইচএসসি অর্থনীতি ২য় পত্র ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ‘Ager’ এবং ‘Cultura’ কোন ভাষার শব্দ?
  • ‘Ager’ শব্দের অর্থ কী?
  • ‘Cultura’ শব্দের অর্থ কী?
  • ‘Agriculture’ কোন ভাষার শব্দ?
  • কোনটি পৃথিবীর প্রাচীন ও বৃহত্তম শিল্প?
  • কৃষির প্রথম আবাদ শুরু হয় কোন দেশে?
  • আজ থেকে কত বছর আগে কৃষিভিত্তিক সমাজের যাত্রা শুরু হয়েছিল?
  • কোনটির মধ্যদিয়ে মানবসভ্যতার যাত্রা শুরু হয়েছে?
  • কৃষিকাজের সাথে যুক্ত ব্যক্তিকে কী বলে?
  • ‘পৃথিবীর সবচেয়ে পুরাতন শিল্প হলো কৃষি’- কে বলেছেন?
  • কোন কাজের সাথে প্রাকৃতিক পরিবেশের বিরাট যোগসূত্র রয়েছে?
  • সোনিয়ার বাবা তাদের জমিতে ধান, পাট ও নানারকম শাকসবজি উৎপাদন করে। সোনিয়ার বাবার পেশাটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
  • বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন ও উত্তর আধুনিক কৃষির সাথে যুক্ত বিষয়গুলো হলো-
  • কৃষির মূল লক্ষ্য হলো—
  • প্রাচীনকালে কৃষি উৎপাদন শুরু হয়েছিল এমন দেশগুলো বাণী ঘুরে দেখতে চায় । তাহলে তাকে ভ্রমণ করতে হবে—
  • উদ্ভিজ্জ পণ্য বলতে বোঝায়-
  • মানুষের উল্লিখিত কর্মকাণ্ডকে কী বলা হয়?
  • মানুষের উক্ত কর্মকাণ্ডে নিয়ামক হিসেবে কাজ করে-
  • কৃষি কোন ধরনের উৎপাদন প্রক্রিয়া?
  • দেশের শ্রমশক্তির কত ভাগ কৃষিকাজে নিয়োজিত?
  • কোন ধরনের খামার বাংলাদেশের কৃষিতে লক্ষ করা যায়?
  • বাংলাদেশের কৃষিতে কত ধরনের ফসল উৎপাদিত হয়?
  • বাংলাদেশে ০.৫-২.৪৯ একরের খামার হলো মোট খামারের কত ভাগ?
  • করিমের বাবা জমিতে চাষ করতে গরু, কাঠের লাঙল ও জোয়াল ব্যবহার করেন। করিমের বাবার চাষ পদ্ধতিটিকে কী নামে আখ্যায়িত করা যাবে?
  • কোন ধরনের কৃষক বর্গাচাষ করেন?
  • কৃষক আফজাল মিয়া অন্যের তামিতে মজুরির ভিত্তিতে কৃষিকাজ করে জীবন নির্বাহ করেন। আফজাল মিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক?
  • বাংলাদেশে ভূমিহীন কৃষক পরিবার রয়েছে শতকরা কত ভাগ?
  • কারিগরি জ্ঞানের অভাবে কৃষকরা কী সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকেন?
  • তাসমিয়ার বাবা এবার লাভের আশায় তাদের জমিতে অর্থকরী ফসল ফলিয়েছেন। তাসমিয়াদের জমিতে উৎপাদিত হয়েছে-
  • পরিবারভিত্তিক কৃষি খামারের মূল উদ্দেশ্য হচ্ছে—
  • বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রমিকদের মজুরি কাঠামোর ধরন হলো-
  • কৃষির উন্নতির ওপরই আমাদের অর্থনৈতিক উন্নয়ন বহুলাংশে নির্ভরশীল কারণ কৃষি-
  • আফ্রিকার দেশটিতে কোন ধরনের চাষাবাদ পদ্ধতি চালু রয়েছে?
  • এই ধরনের চাষাবাদ পদ্ধতিতে-
  • বাংলাদেশের কৃষির কয়টি উপখাত রয়েছে?
  • কৃষির চারটি উপখাতের মধ্যে কোনটির উৎপাদন অন্যগুলোর চেয়ে বেশি?
  • কোন খাতকে পূর্বে কৃষিখাতের অন্তর্ভুক্ত করা হলেও বর্তমানে তা কৃষিখাত বহির্ভূত ধরা হয়?
  • ২০১৬ সালের হিসাব মতে, বাংলাদেশে বনালের পরিমাণ কত মিলিয়ন হেক্টর?
  • ২০১৬-১৭ অর্থবছরে GDP-তে কৃষির অবদান কত?
  • ২০১৬-১৭ অর্থবছরে GDP তে শস্য ও শাকসবজি উপখাতের অবদান কত?
  • Download our App Bissoy