এইচএসসি অর্থনীতি ২য় পত্র ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ইংরেজ Finance শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
  • Finis শব্দের অর্থ কী?
  • অর্থকে ব্যবসায়ের কী বলে অভিহিত করা হয়?
  • অর্থায়ন ধারণাটি কয়টি অর্থে ব্যবহৃত হয়?
  • কোনটিকে অন্তর্বর্তীকালীন অর্থায়ন বলে?
  • ব্যবসায় অর্থায়ন আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পায় কোন সালে?
  • ডা. পাল গান্ধীজি আশ্রম নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন যেখানে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়া হয়। এ প্রতিষ্ঠানে কী ধরনের অর্থায়ন হয়ে থাকে?
  • মালিকানার ভিত্তিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয়?
  • স্বল্পমেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি?
  • ব্যবসায় অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
  • সময়ের প্রেক্ষিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
  • স্বল্পমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
  • দীর্ঘমেয়াদি অর্থায়ন কত সময়ের জন্য হয়ে থাকে?
  • উৎপত্তির দিক থেকে অর্থায়ন বলতে বোঝায়—
  • ব্যবসায় অর্থায়নকে ভাগ করা যায়—
  • অর্থায়নকে প্রথমত ভাগ করা যায়—
  • অব্যবসায় অর্থায়নের উদাহরণ হলো-
  • কোনটি বাংলাদেশের প্রধান ও সর্ববৃহৎ শেয়ারবাজার?
  • বেসরকারি অর্থায়নকে কয় ভাগে ভাগ করা যায়?
  • বিনিয়োগ ব্যাংক কোন মেয়াদে নতুন ব্যবসায় প্রতিষ্ঠানকে অর্থায়ন করে থাকে?
  • সরকারি অর্থায়নের উৎসগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  • অর্থায়নের কোন উৎসের ঋঋণের সুদ সংক্রান্ত কোনো সরকারি নীতিমালা নেই?
  • সিকিউরিটি প্রধানত কত প্রকার?
  • কোনটি সরকারি সিকিউরিটি?
  • কোনটি বেসরকারি সিকিউরিটি?
  • কোন সিকিউরিটিতে বিনিয়োগ করলে তা লটারিতে পাওয়া যায়?
  • অর্থায়নের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস কোনটি?
  • কারবারের মুনাফার একটি অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন না করে সংরক্ষণ করলে তাকে কী বলে?
  • দীর্ঘমেয়াদি অর্থায়নের উদ্দেশ্য কী?
  • হীরা তার বুটিক হাউজের অর্থায়নের জন্য একটি প্রতিষ্ঠান হতে ১৫ বছর মেয়াদি ঋণ গ্রহণ করলো। হীরার গৃহীত ঋণটি কোন মেয়াদের?
  • মি. হাসান নতুন ব্যবসায় স্থাপন করেছেন। তিনি দৈনন্দিন বায় পরিচালনার জন্য কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারেন?
  • গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কোন ধরনের ঋণের কোনো বিকল্প নেই?
  • দীর্ঘমেয়াদি অর্থায়নের মেয়াদ কত বছর পর্যন্ত হয়?
  • ব্যক্তি পর্যায়ে সংগঠনের ভিত্তিতে ব্যবসায় হতে পারে-
  • কোন শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না?
  • জাহিদ শেয়ারবাজার থেকে ১০টি BSC কোম্পানির শেয়ার কিনল। জাহিদ কোন ধরনের শেয়ার ক্রয় করল?
  • মনোয়ার প্রাইমারি শেয়ার রুয়ে আগ্রহী। এজন্য তাকে সর্বপ্রথম কী করতে হবে?
  • কোন ধরনের শেয়ার ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?
  • ‘সততা লি.’ বাজারে শেয়ার ক্রয়ের জন্য সরকারের অনুমতি সাপেক্ষে জনগণের নিকট আবেদন করে। তাদের প্রত্যাশার চেয়ে বেশি আবেদন জমা পড়ে। এমতাবস্থায় ‘সততা লি.’ শেয়ারের বণ্টন কীভাবে করবে?
  • বাটা কোম্পানির শেয়ার বিক্রির প্রসপেক্টাপস দেখে রানি তা কেনার আবেদন করেছেন। রানি কোন শেয়ার কিনতে চাচ্ছেন?
  • Download our App Bissoy