এইচএসসি অর্থনীতি ২য় পত্র ৯ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • সরকারের আয়-ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়াদির আলোচনাকে কী বলে?
  • দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য সরকারের যে ব্যয় হয় তাকে কী বলে?
  • সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
  • সরকারি অর্থব্যবস্থা মূলত কয়টি বিষয় নিয়ে আলোচনা করে?
  • উদ্দেশ্যের দিক থেকে সরকারি ব্যয় কত প্রকার?
  • উৎপাদনের ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
  • ব্যয়ের প্রকৃতির ভিত্তিতে সরকারি ব্যয় কত প্রকার?
  • প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সরকারি ব্যয় কত প্রকার?
  • সরকারি ঋণের ওপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়?
  • দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে?
  • সরকারের রাজস্ব ব্যয়ের খাতগুলো—
  • সরকারের মূলধনী ব্যয়ের খাত হলো—
  • দেশের অভ্যন্তরে জনপ্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার ব্যয়কে বলা হয়—
  • সম্পদ সৃষ্টি কিংবা বিদ্যমান সম্পদের সাথে অতিরিক্ত সম্পদের সংযোজন কাজের ব্যয়কে বলা হয়—
  • আবেদের দেখা সরকারের ব্যয়ের প্রধান খাত দুটি কী কী?
  • আবেদের দেখা প্রথম ব্যয়টির উদ্দেশ্য হলো—
  • ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো?
  • ব্যক্তি উদ্যোগে বিনিয়োগ কার্যক্রম পরিচালিত হলে কোনটির ব্যবহার নিশ্চিত হয় না?
  • সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কী?
  • অব্যাহতভাবে ও দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দেশের ভেতরে কোনটি বজায় রাখা উচিত?
  • সরকারি আয়ের প্রধান উৎস কয়টি?
  • কে প্রত্যক্ষ করের ভার বহন করে?
  • সরকার জনগণকে বিশেষ সেবা প্রদানের জন্য কী আদায় করে?
  • আয়কর সাধারণত কত প্রকার?
  • কর্মোদ্যম ও সায় স্পৃহা হ্রাস করে কোন কর?
  • কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে?
  • সরকারি ব্যয়ের উদ্দেশ্য হলো—
  • আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত—
  • দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে সরকার ব্যয় কর—
  • সরকারি ব্যয়ের অর্থসংস্থানের প্রধানত কয়টি উৎস রয়েছে?
  • করের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
  • কোনো দেশের সরকার তার ব্যয় নির্বাহের জন্য মূলত কোন উৎসের ওপর নির্ভর করে?
  • কোনটি জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কর আদায়কারী প্রতিষ্ঠান?
  • কোনটির মাধ্যমে সরকার ব্যয় করলে উন্নয়নশীল দেশে অর্থনৈতিক উন্নয়নে প্রভাব পড়বে?
  • কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায় না?
  • কোন করের বোঝা অন্যের ওপর চাপানো যায়?
  • কোন করের বিনিময়ে সরাসরি কোনো সুবিধা পাওয়া যায় না?
  • জনস্বার্থে কোনো দ্রব্যের উৎপাদন খরচের যে অংশ সরকার বহন করে তাকে কী বলে?
  • অনুদান ও দান কী ধরনের রাজস্ব?
  • ‘মুসক’ কী?
  • Download our App Bissoy