এইচএসসি সমাজবিজ্ঞান ১ম পত্র ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • প্রতিষ্ঠান কী?
  • প্রতিষ্ঠানের উদ্ভব হয়েছে কেন?
  • সমাজের চালিকা শক্তি কোনটি?
  • ‘প্রতিষ্ঠান হলো মানুষের অভ্যাসগত কর্মপন্থা যা সমাজের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত, প্রতিষ্ঠিত ও বিন্যস্ত’— উক্তিটি কে করেছেন?
  • মানবসমাজের সাংগঠনিক উপাদান হিসেবে কোনটি প্রযোজ্য?
  • “মানবসমাজের যা কিছু মহৎ ও কল্যাণ, তার সবই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একযুগ থেকে অন্য যুগে বর্তায়’- উক্তিটি কার?
  • মানুষের পরিবর্তনশীল, পরিবর্ধিত ও পুনর্গঠিত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত বুদ্ধিভিত্তিক কর্মকুশলতাকে কী বলে?
  • শিক্ষা ব্যক্তির কোন শক্তির বিকাশ সাধন করে?
  • সমাজবিজ্ঞানের মতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান কাজ কী?
  • কোন ধরনের প্রতিষ্ঠান মানুষের মানসিক, নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারে?
  • সমাজে জনগণের নৈতিকতা শিক্ষার পাশাপাশি নৈতিকতা সংরক্ষণের জন্য কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখে?
  • ‘যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত সেটাই প্রতিষ্ঠান’— উক্তিটি কার?
  • সকল সামাজিক প্রতিষ্ঠানের মূল কাজ কোনটি?
  • বিবাহের মাধ্যমে নারী-পুরুষ কোন জীবনে প্রবেশ করে?
  • সমাজবিজ্ঞানী বোগারড়াস সামাজিক প্রতিষ্ঠানকে কী হিসেবে চিহ্নিত করেছেন?
  • সামাজিক প্রতিষ্ঠানসমূহের গুরুত্ব বা তাৎপর্য নিহিত থাকে কীসের মধ্যে?
  • সমাজ গঠনের মূলে রয়েছে কোনটি?
  • মানুষ কীভাবে সন্তান জন্মদানের অধিকার লাভ করে?
  • সামাজিক প্রতিষ্ঠান সমাজের মধ্যে কী সৃষ্টি করে?
  • কীসের মাধ্যমে মানুষের আবেগ, অনুভূতি বাস্তবায়িত হয়?
  • কে প্রতিষ্ঠান বলতে কর্মপদ্ধতিকে বুঝিয়েছেন? ● ম্যাকাইভার
  • সামাজিক প্রতিষ্ঠানসমুদ্রের সাথে সমাজ ব্যক্তিবর্গের কী জড়িত রয়েছে?
  • সামাজিক প্রতিষ্ঠান হচ্ছে—
  • সামাজিক প্রতিষ্ঠানসমূহের মধ্য দিয়ে প্রকাশ পায়-
  • সামাজিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-
  • বিভিন্ন সামাজিক সংগঠনের কেন্দ্র কোনটি?
  • কোনটি সামাজিক অনুশাসনের অধীন?
  • প্রতিষ্ঠানের কর্মপ্রণালি কীভাবে গঠিত হয়?
  • মানুষের পার্থিব প্রয়োজন মিটানোর তাগিদে যে সমস্ত প্রথা সমাজের মোটামুটি স্থায়ীরূপ ধারণ করেছে তাকে কী বলে?
  • কোন প্রতিষ্ঠান ছাড়া সভ্য ও স্বাভাবিক মানুষের কথা চিন্তা করা যায় না?
  • ‘মানবসমাজের ক্রমবিকাশের ধারায় দূর অতীতে গোষ্ঠীগত বিবাহ লক্ষ করা গেছে’- উক্তিটি কার?
  • ‘বিবাহ হচ্ছে মহিলা ও পুরুষের মোটামুটি স্থায়ী এমন একটি সম্পর্ক যা কেবল সন্তান জন্মদান পর্যন্তই স্থায়ী হয় না বরং এরপরও কিছুদিন অন্তত স্থায়ী হয়।’ – সংজ্ঞাটি কে দিয়েছেন?
  • জ্ঞাতিসম্পর্কের বলয় বৃদ্ধি হয় কীভাবে?
  • বিবাহের পদ্ধতি সম্পন্ন করা হয় কীভাবে?
  • বিবাহের মাধ্যমে মানুষের কোন ধরনের সম্পর্ক নির্ধারিত হয়?
  • বিবাহ সংশ্লিষ্ট নারী-পুরুষের মধ্যে কীরূপ সম্পর্ক প্রতিষ্ঠা করে?
  • বিবাহ হচ্ছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের মধ্যে এমন এক যুগল বন্ধন যা—
  • বিবাহের মাধ্যমে স্বামী-স্ত্রী অর্জন করে—
  • অনুচ্ছেদে সজীব কোন সামাজিক প্রতিষ্ঠানের কথা বলেছে?
  • উক্ত প্রতিষ্ঠানটির আবেগীয় কার্যাবলি হলো—
  • Download our App Bissoy