এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ৪র্থ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • প্রাক-শিল্প যুগের অর্থকেন্দ্রিক সমস্যার সাথে বর্তমানে কোনটি যুক্ত হয়েছে?
  • আধুনিক সমাজকল্যাণ বিকাশের পটভূমি হলো-
  • কীভাবে মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার সৃষ্টি হয়েছে?
  • কার সংজ্ঞায় মানুষের অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশের সুস্পষ্ট উল্লেখ রয়েছে?
  • ফ্রিডল্যান্ডার কত সালে সমাজকল্যাণের সংজ্ঞা প্রদান করেন?
  • ‘নিয়ত পরিবর্তনশীল মানব সংস্কৃতি ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে আদিম প্রকৃতির সামঞ্জস্য বিধান না হবার ফলেই সামাজিক সমস্যার সৃষ্টি হয়’- সংজ্ঞাটি কে দিয়েছেন?
  • আধুনিক সমাজকল্যাণের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি?
  • মানুষের অন্তর্নিহিত সত্তা ও সুপ্ত প্রতিভা বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে কোনটি?
  • জনাব আরিফ প্রতিষ্ঠিত ‘আলোময় গ্রাম’ নামক সংগঠনটি সমাজের সকল শ্রেণির কল্যাণ সাধন করার জন্য কর্মসূচি প্রণয়ন করেছে। এ প্রতিষ্ঠানটির ধরনগত দিক কোনটি?
  • পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট নীতি ও পরিকল্পনার মাধ্যমে সমাজে বাঞ্চিত পরিবর্তন আনয়নে মানুষকে সচেতন করে তোলে কোনটি?
  • আধুনিক সমাজকর্ম অপরাধ ও কিশোর অপরাধ নিরসনে কোন ব্যবস্থাকে অধিক গুরুত্ব দান করে থাকে?
  • প্রাক শিল্পযুগে মানুষ আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করত—
  • James Midgley-এর মতানুযায়ী সমাজকল্যাণ প্রত্যয়টিকে সংজ্ঞায়িত করতে প্রয়োজন হবে—
  • সমাজকল্যাণকে System হিসেবে উল্লেখ করা হয়েছে কারণ—
  • আধুনিক সমাজকল্যাণ প্রগতিশীল তথা বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে—
  • উদ্দীপকে মান্নান স্যার কোন মনীষীর সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেন?
  • উদ্দীপকে যে মনীষী সম্পর্কে বলা হয়েছে তার সংজ্ঞায় সমাজকল্যাণের উদ্দেশ্য হওয়া উচিত ব্যক্তি ও দলের-
  • শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অপরের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে কী বলে?
  • সমাজকল্যাণের সনাতন দৃষ্টিভঙ্গি কী?
  • সনাতন সমাজকল্যাণ ব্যবস্থার মূল চালিকাশক্তি কোনটি?
  • অন্নহীনে অন্ন দান, আর্তের সেবা করা, দানশীলতা এগুলো কোনটির সাথে সাদৃশ্যপূর্ণ?
  • সমাজের পশ্চাৎপদ, দুস্থ ও অসহায় শ্রেণির কল্যাণে সাহায্য করা কোনটির মূল লক্ষ্য?
  • দানশীলতা নির্ভরশীল—
  • বাধ্যতামূলক সদকার উৎস কয়টি?
  • ‘উত্তম ও মিষ্টি কথা বলা সদকা’ সহীহ বুখারী হাদিসের কত নং এ বর্ণিত আছে?
  • ঐচ্ছিক সদকা প্রদানের ফলে—
  • উদ্দীপকে ইঙ্গিতকৃত দান প্রথাটির নাম কী?
  • উক্ত প্রথা –
  • ‘বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের প্রধান সৎকর্ম— উক্তিটি কার?
  • নিপা রানি পাল নামের একজন হিন্দু বিধবার পুনরায় বিয়ে দেওয়া সম্ভব হয় কোন মনীষীর জন্য?
  • ৬০টি গরু থাকলে কয়টি বাছুর যাকাত হিসেবে দিতে হবে?
  • প্রাকৃতিক সেচের মাধ্যমে ফসল ফললে তার কত ভাগ যাকাত দান ফরজ?
  • যাকাত প্রদানে অস্বীকারকারীকে কে ‘মুরতাদ’ বলে গণ্য করেছেন?
  • যাকাত ধনীদের ওপর ফরজ কেন?
  • কুরআনের আয়াতে যাকাত প্রাপকদেরবে কয় শ্রেণিতে ভাগ করা হয়েছে?
  • কোন খলিফার শাসনামলে আরব রাষ্ট্রে যাকাত গ্রহণ করার মতো কোনো দরিদ্র ব্যক্তি ছিল না?
  • সম্পদের প্রয়োজন মূলত কীসের জন্য?
  • হযরত মুহাম্মদ (স.)-এর ঘোষণায় যাকাতের মাধ্যমে বজায় থাকে –
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন পত্রিকায় বাল্যবিবাহের দোষ প্রবন্ধটি প্রকাশ করেন?
  • সমাজকল্যাণে যাকাতের গুরুত্ব হলো—
  • Download our App Bissoy