এইচএসসি সমাজকর্ম ১ম পত্র ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • এদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কত সালে জাতিসংঘের কাছে পরামর্শ ও সাহায্যের আবেদন জানানো হয়?
  • জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সুপারিশ ও সহায়তায় কত সালে তৎকালীন পাকিস্তানে সর্বপ্রথম পেশাদার সমাজকর্মের ওপর একটি প্রশিক্ষণ কোর্স প্রবর্তিত হয়?
  • পেশা হিসেবে সমাজকর্ম কীরূপ?
  • জাতিসংঘ কর্তৃক ১৯৫২ সালে বাংলাদেশে প্রেরিত কার্যকরী সাহায্য কর্মসূচি কয় সদস্যবিশিষ্ট ছিল?
  • বাংলাদেশে কীভাবে সমাজকর্ম শিক্ষা বিকাশ লাভ করে?
  • সমাজকর্মের প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের গুরুত্বপূর্ণ দায়িত্ব কার ওপর ন্যস্ত থাকে
  • কোন শিক্ষাবর্ষ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম কলেজ প্রতিষ্ঠা হয়?
  • বাংলাদেশের সর্বপ্রথম সমাজকর্ম জ্ঞান বিকাশের পর্যায়/প্রশিক্ষণ/ পেশাদার সমাজকর্মের ভিত রচিত হয় কবে?
  • মিস্টার শাউটি ও মিস অ্যানামা কর্তৃক সমাজকর্ম প্রশিক্ষণ কোর্স আয়োজন কোথায় করা হয়?
  • সমাজকর্মের প্রথম আন্তর্জাতিক সম্মেলন হয় কত সালে?
  • বর্ধমান হাউসের বর্তমান নাম কী?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় কোন সেশনে?
  • ১৯৫৫ সালের ঢাকায় কোথায় সমাজকর্ম কোর্স চালু হয়েছিল?
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ১৯৭৩ সালে ‘সমাজকল্যাণ কলেজ ও গবেষণাকেন্দ্রের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
  • অনার্স পাঠক্রম (সমাজকর্মে) শেষে পরবর্তী ২ মাস বাধ্যতামূলক ব্যবহারিক প্রশিক্ষণের যৌক্তিক কারণ কোনটি?
  • পেশাদার সমাজকর্মী তৈরির জন্য এ দেশে তিন মাসমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু হয় কবে?
  • জাতীয় সমাজসেবা একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
  • রায়না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম শিক্ষা অর্জন করে বারডেম, ঢাকা মেডিকেল প্রভৃতি হাসপাতালে সমাজকর্মের জ্ঞানের প্রয়োগ ঘটাচ্ছে। রায়নার দ্বিতীয় পর্যায়ের কাজটিকে কী বলা হয়?
  • পঞ্চাশের দশক থেকে বাংলাদেশে সমাজকর্মের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর কারণ—
  • দেশ বিভাগের পূর্বে এদেশের অধিকাংশ মানুষ অনেক দূরে ছিল-
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘সমাজকর্ম কলেজ’ প্রতিষ্ঠার পর এখানে সমাজকর্মে চালু করা হয়—
  • বাংলাদেশে ছাত্রছাত্রীদের সমাজকর্মের মাঠকর্ম শিক্ষা অর্জনের জন্যে যে সংস্থাগুলোতে অনুশীলন গ্রহণের সুযোগ তৈরি করা হয় –
  • ‘National Institute of Social Development’ সংস্থাটি শ্রীলংকা সরকারের কোন মন্ত্রণালয়ের অধীন?
  • ২০০৪ সালের সুনামি বিপর্যয় পরবর্তী সময়ে কয়টি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সমাজকর্ম বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়?
  • বাংলাদেশে হাসপাতাল সমাজসেবা গ্রহণ করতে কোন সংস্থা সহায়তা প্রদান করে?
  • বাংলাদেশে পেশাদার সমাজকর্মের প্রয়োগ কোন কর্মসূচির মাধ্যমে শুরু হয়?
  • ১৯৮৪ সালে প্রশাসনিক পুনর্বিন্যাস কমিটির সুপারিশে সমাজকল্যাণ দপ্তর এর নামকরণ পুনরায় কী করা হয়?
  • বাংলাদেশ সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়মিত যে অর্ধ-বার্ষিক পত্রিকা প্রকাশিত হয় তার নাম কী?
  • পরিকল্পিত পরিবার গঠনের সুফল ও জনসংখ্যা নিয়ন্ত্রণে কোন শাস্ত্রের জ্ঞান প্রয়োগ করা যেতে পারে?
  • ‘ঢাকা প্রজেক্ট’ নামে পরীক্ষামূলক শহর সমাজ উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করা হয় কত সালে?
  • ১৯৫৫-৫৬ অর্থবছরে ‘ঢাকা প্রজেক্ট’ নামক শহর উন্নয়নমূলক কার্যক্রমের সাফল্যের ভিত্তিতে যে কার্যক্রম গ্রহণ করা হয় –
  • উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
  • সমাজকর্মীদের স্বার্থ সংরক্ষণে কী দরকার?
  • মইন সাহেবের সংগঠনটির মাধ্যমে–
  • বাংলাদেশে প্রশাসনিক জটিলতা কোন ধরনের অর্থনীতি নির্ভর?
  • বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার সাথে কোন বিষয়টি বিশেষভাবে জড়িত?
  • বাংলাদেশে সমাজকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা সৃষ্টির কারণ কী?
  • বাংলাদেশে সমাজকর্ম পেশার বিকাশ ব্যাহত হচ্ছে কেন?
  • পেশাদার সমাজকর্মীদের কাজকর্ম সমাজের মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয় না কেন?
  • বেসরকারি সমাজকল্যাণমূলক সংস্থা কীভাবে সমাজকর্ম পেশা বিকাশে বাধা সৃষ্টি করছে?
  • Download our App Bissoy