এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • উৎপাদন ক্ষমতাকে প্রকাশ করা হয়—
  • উৎপাদন ক্ষমতা পরিমাপের পদ্ধতি হলো—
  • কোন উপাদানের কারণে মি. রুবেল প্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ব্যবহার করতে পারেননি?
  • মি. রুবেলের প্রতিষ্ঠানের সাথে জড়িত উপাদানগুলো হলো—
  • কার্যকর উৎপাদন ক্ষমতায় কোন বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়?
  • মেশিনের গায়ে লিখিত উৎপাদন ক্ষমতা হলো—
  • কোন উৎপাদন ক্ষমতা অর্জনের জন্য সাব-কন্ট্রাকটিং প্রয়োজন হতে পারে?
  • আজিম তার দোকানের জন্য একটি প্রিন্টার কিনল। কয়েক মাস পর সে হিসাব করে দেখল যে, প্রিন্টারের প্যাকেটে উল্লিখিত সংখ্যার চেয়ে অনেক কমসংখ্যক সে প্রিন্ট করতে পেরেছে। এতে সে হতাশ। আজিম কোন ধরনের উৎপাদন ক্ষমতা হিসাব করেছিল?
  • খান ট্রেডার্সের মাসে ২,৯০০ কেজি গুঁড়োদুধ উৎপাদন করা কোন ধরনের উৎপাদন ক্ষমতা?
  • উদ্দীপকের প্রতিষ্ঠানটির সমস্যা সমাধানে করণীয় হলো–
  • উৎপাদন ক্ষমতা হলো–
  • সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় কোন বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়?
  • ইনপুট কী?
  • উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির উৎপাদন সদ্ব্যবহারের শতকরা হার কত?
  • ‘কমফোর্ট সু’ কোম্পানির করণীয় হলো–
  • মিস তাসনিম একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। তার প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা মাসিক ১৫,৫০০ একক হলেও বাস্তবে ১২,৫০০ একক উৎপাদন ক্ষমতা বিদ্যমান। বাজার চাহিদা কম থাকায় প্রতিষ্ঠানটি প্রতি মাসে গড়ে ৭,৫০০ একক পণ্য উৎপাদন করে। মিস তাসনিমের প্রতিষ্ঠানের কার্যকর উৎপাদন ক্ষমতা কত?
  • উৎপাদন ক্ষমতা কী?
  • কীসের উপর উৎপাদন ক্ষমতা হ্রাস পায়?
  • জনাব সমির শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করেন—
  • মেশিনের গায়ে লেখা উৎপাদন ক্ষমতাকে কী বলে?
  • উৎপাদন ক্ষমতার যথাযথ ব্যবহারের ওপর নির্ভর করে—
  • কোন ধরনের উৎপাদন ক্ষমতায় ব্যয় কমে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা যায়?
  • প্রকৃত উৎপাদনের বিষয়টি কীসের ওপর নির্ভর করে?
  • নিম্ন উৎপাদন ক্ষমতা ব্যবহারের ফলে—
  • কোনো প্রক্রিয়া বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে মিতব্যয়িতার সাথে সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তাকে কী বলে?
  • উৎপাদন সামর্থ্যের অপর নাম কী?
  • কোন বিষয়টি মিতব্যয়ী উৎপাদনের সাথে জড়িত?
  • কার্যকর উৎপাদন ক্ষমতার প্রধান বিচ্যে বিষয় হলো—
  • কোন উৎপাদন ক্ষমতা স্বল্পমেয়াদি উৎপাদন প্রক্রিয়ায় কার্যকর?
  • কারখানাটির উৎপাদন ক্ষমতার ব্যবহার কত?
  • উদ্দীপক অনুসারে কর্তৃপক্ষের করণীয় হলো—
  • কোন ধরনের উৎপাদন ক্ষমতার তথ্য মেশিনের গায়ে লেখা থাকে?
  • কোন উৎপাদন ক্ষমতা স্বাভাবিক অবস্থায় দীর্ঘদিন বজায় রাখা যায়?
  • প্রতিষ্ঠানটির কার্যকর উৎপাদন ক্ষমতা কত?
  • দ্রব্য ও সেবার মধ্যে সাদৃশ্য কিসে?
  • কেন উৎপাদন ক্ষমতা কমে যায়?
  • উৎপাদন ক্ষমতা উৎপাদনের কোন মাত্রা?
  • মি. হাবিবের কারখানায় ২০,০০০ একক উৎপাদন কোন ধরনের উৎপাদন ক্ষমতা?
  • উদ্দীপকের কারখানায় প্রকৃত উৎপাদন কত একক?
  • কার্যকর উৎপাদন ক্ষমতার সাথে কোন বিষয়টি জড়িত?
  • Download our App Bissoy