এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র ৯ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ব্যক্তিক বিক্রয় কাজ সম্পাদন করতে গিয়ে একজন ব্যক্তি যে সকল কৌশল গ্রহণ করে তাকে কী বলা হয়?
  • বিক্রয়িকতার মাধ্যমে বিক্রয়কর্মী কী করে?
  • প্রকৃত ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পণ্য বা সেবা বিক্রয়ের প্রচেষ্টাকে কী বলে?
  • ব্যক্তিক বিক্রয় কী ধরনের যোগাযোগ প্রতিষ্ঠা করে?
  • বিক্রয়কর্মী কী শনাক্ত করতে চেষ্টা করে?
  • কোন প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতার সঙ্গে সরাসরি যোগাযোগ সৃষ্টি হয়?
  • বিক্রয়কর্মীর অমায়িক আচরণ ক্রেতাদের মধ্যে কিসের প্রসার ঘটায়?
  • বিপণন প্রসারের হাতিয়ারগুলোর মধ্যে কোনটি অন্যতম?
  • যে প্রক্রিয়ার মাধ্যমে ক্রেতার প্রতিক্রিয়া জানা যায়—
  • পণ্য বা সেবা বিক্রয়ের একটি কৌশল হলো—
  • অর্থনৈতিক গতিশীলতা আনয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
  • ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে বিক্রয়কর্মী সম্ভাব্য ক্রেতাকে কী করে?
  • কে পণ্য ক্রয়-সংক্রান্ত জটিলতায় সঠিক পন্থা প্রদান করেন?
  • বিক্রয়কর্মীরা প্রতিষ্ঠানের কী হিসেবে বিবেচিত হয়?
  • বিক্রয়কর্মীরা জনসাধারণকে প্ররোচিত করে—
  • পণ্য অধিক পরিমাণে ভোগের কারণে—
  • বর্তমানে সম্মানজনক পেশা হিসেবে দেশ-বিদেশে স্বীকৃত কোনটি?
  • পূর্বে বিক্রয়কর্মীদের কীরূপ দৃষ্টিতে দেখা হতো?
  • বিক্রয়কর্মীর বিক্রয় কৌশলকে কী বলা হয়?
  • দীপক একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে কী প্রয়োগের মাধ্যমে পণ্যের অপচয় হ্রাস করবে?
  • শারীরিক গুণাবলি কয় ধরনের হয়?
  • কী ধরনের বিক্রয়কর্মী ক্রেতাকে সহজেই আকৃষ্ট করতে পারে?
  • ক্রেতার মনোযোগ আকর্ষণে বিশেষ ভূমিকা রাখে—
  • সাফল্যের চাবিকাঠি হলো—
  • বিক্রয়কর্মীর কোন গুণটি ক্রেতার মনে কৌতূহল সৃষ্টি করে?
  • বিক্রয়কর্মীর মহৎ গুণ কী?
  • কোনটি ছাড়া ক্রেতার আস্থা অর্জন করা যায় না?
  • বিক্রয়কর্মীর অন্যতম সামাজিক গুণ হলো—
  • ব্যক্তিক বিক্রয় একটি—
  • ক্রেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়—
  • ব্যক্তিক বিক্রয় কৌশল দ্বারা ক্রেতা সাধারণকে উদ্বুদ্ধ করা হয়—
  • বিক্ৰয়িকতা হচ্ছে বিক্রয়কর্মীর—
  • আধুনিক বিপণনে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো—
  • বিক্রয়িকতার উদ্দেশ্য অর্জিত হয়–
  • বিক্রয়কর্মীরা প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে–
  • কোম্পানিতে অধিক সংখ্যক বিক্রয়কর্মী নিয়োগ করা হয়—
  • বিক্রয়কর্মীরা যে ধরনের উপযোগ সৃষ্টি করে–
  • আধুনিক বৃহদায়তন উৎপাদনে ব্যক্তিক বিক্রয় সহায়তা করে–
  • ব্যক্তিক বিক্রয় যে সকল পণ্য-সংক্রান্ত তথ্য প্রদান করে তা হলো—
  • বিনিয়োগ বৃদ্ধির ফলে সৃষ্টি হয়—
  • Download our App Bissoy