এইচএসসি ভূগোল ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ভ্লাদিমির কোপেন সর্বপ্রথম কত সালে জলবায়ুর শ্রেণিবিভাগ প্রকাশ করেন?
  • ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে কী বলে?
  • ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো কোনটি?
  • মৌসুমি জলবায়ু কোন অঞ্চলে দেখা যায়?
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ভৌগোলিক অবস্থান কোথায়?
  • আবহাওয়ার কত দিনের গড় অবস্থাকে জলবায়ু বলে?
  • নিরক্ষীয় অঞ্চলে শীত কখন অনুভূত হয়?
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আকাশ মেঘে ছেয়ে যায় কখন?
  • নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাত সংঘটিত হয় কখন?
  • সেল্ভা বনভূমি কোথায় দেখা যায়?
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্জলে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
  • মৌসুমি জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয় কোন মাসে?
  • মৌসুমি জলবায়ু অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত?
  • সরলবর্গীয় বৃক্ষের বনভূমি দেখা যায় কোন অঞ্চলে?
  • বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
  • বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য?
  • বাংলাদেশে কোন মাস সবচেয়ে শীতলতম?
  • বাংলাদেশের তাপমাত্রার গড় হিসেবে উষ্ণতম মাস কোনটি?
  • বাংলাদেশের মোট বৃষ্টিপাতের শতকরা কত ভাগ বর্ষাকালে সংঘটিত হয়?
  • নাইট্রাস অক্সাইড এর সংকেত কোনটি?
  • একই উচ্চতাবিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা সংযুক্ত করা তাকে বলে-
  • বায়ুপ্রবাহ নির্ণয়ের যন্ত্র কোনটি?
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত-
  • নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য-
  • নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মাটির বৈশিষ্ট্য-
  • নিরক্ষরেখার সন্নিকটবর্তী দেশগুলোতে কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়?
  • মহাদেশসমূহের পূর্ব প্রান্তে ৩০°-৪৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোন জলবায়ু পরিলক্ষিত হয়?
  • সাধারণত কত ডিগ্রি অক্ষাংশে মৌসুমি জলবায়ু পরিলক্ষিত হয়?
  • কোন জলবায়ুকে সুদানি জলবায়ু বলা হয়?
  • মেরুদেশীয় তুষারাবৃত জলবায়ুর বৈশিষ্ট্য কোন অঞ্চলে দেখা যায়?
  • নাতিশীতোষ্ণ অঞ্চলের আর্দ্র জলবায়ুতে পর্বতের প্রতিবাত পার্শ্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়?
  • নিরক্ষীয় শান্তবলয়ের দিকে বায়ুর গতিবেগ কেমন থাকে?
  • নিরক্ষীয় অঞ্চলে সারাবছর কোন ঋতু থাকে?
  • ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল কত ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত?
  • কোন জলবায়ুতে আঙুর, আপেল, কমলালেবু, আখরোট ও খুরানী প্রচুর জন্মে?
  • পৃথিবীর একটি জলবায়ু অঞ্চলে সারাবছর অধিক তাপমাত্রা ও প্রচুর বৃষ্টিপাত সংঘটিত হয়। দিন ও রাতের দৈর্ঘ্য প্রায় সমান।
  • উদ্দীপকে কোন জলবায়ুর ইঙ্গিত দেওয়া হয়েছে?
  • উদ্দীপকে উল্লিখিত জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য-
  • মি. জাফর একটি দেশে ভ্রমণে গিয়ে দেখলেন শীতকালে বৃষ্টিপাত হয়। এলাকাটি বৃষ্টিপ্রধান। খনিজ সম্পদে মােটামুটি সমৃদ্ধশালী।
  • মি. জাফরের ভ্রমণকৃত দেশটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
  • Download our App Bissoy