এইচএসসি ভূগোল ২য় পত্র ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • বাংলাদেশে সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা কোনটি?
  • কোন বিভাগে ডুয়েল গেজ রেলপথ রয়েছে?
  • ‘ক’ ও ‘খ’ চিহ্নিত বিভাগীয় শহর দুটি কোন কোন পথ দ্বারা সংযুক্ত?
  • স্বল্প ব্যয়ে অধিক পণ্য পরিবহনে কোনটি সুবিধাজনক?
  • চট্টগ্রাম বন্দর থেকে সিলেটে জ্বালানি তেল পরিবহনে কোন রেলপথ ব্যবহার করা হয়?
  • পরিবহন ব্যবস্থা সাধারণত কয় প্রকার?
  • বাংলাদেশের নদীর কারণে যেসব সড়কপথ বিচ্ছিন্ন তাদের সংযোগ রক্ষার্থে কোন সার্ভিস চালু আছে?
  • বাংলাদেশে কোন সড়কের মাধ্যমে একটি জেলার অধীনে বিভিন্ন উপজেলার মধ্যকার সংযোগ রক্ষা করা হয়?
  • বাংলাদেশের কোন অঞ্চলে ব্রডগেজ রেললাইন চালু আছে? . ● খুলনা
  • বাংলাদেশে সর্বমোট রেলস্টেশন কয়টি?
  • বাংলাদেশে কত কি. মি. নাব্য জলপথ শুধু বর্ষাকালে ব্যবহার হয়?
  • নদীপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে কতভাগ টাবুরী নৌকা ব্যবহার করে?
  • নদীপথে স্টিমার ব্যবহারকারী যাত্রী শতকরা কতজন?
  • বর্তমানে বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে?
  • নদীপথ কোন অঞ্চলের মানুষের যোগাযোগের মাধ্যম?
  • জেলা বোর্ড সড়ক বলতে কী বোঝ?
  • বিভিন্ন গ্রামের সাথে সংযোগ স্থাপনকারী সড়ক কোনটি?
  • অল্প দূরত্ববিশিষ্ট স্থানের জন্য কোন বাহনটি বেশি কার্যকর?
  • ভারি পণ্য পরিবহনে কোনটি কার্যকর?
  • যুদ্ধ সরঞ্জাম প্রেরণে কোন পথ অধিক কার্যকর?
  • বাংলাদেশে কোন ধরনের সমুদ্রবন্দর দেখতে পাওয়া যায়?
  • বড়াল ব্রিজ কোন জেলায় অবস্থিত?
  • যমুনা সেতু কোন দুটি জেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে?
  • সমুদ্রগামী জাহাজকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পূর্বে কোন মহাসাগর পাড়ি দিতে হয়?
  • ‘সুবর্ণভূমি’ বিমানবন্দরটি কোন দেশে অবস্থিত?
  • ‘কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ সৌদি আরবের কোন শহরে অবস্থিত?
  • সৌদি আরবের রিয়াদের বিমানবন্দরের নাম কী?
  • বাংলাদেশে কতটি স্থলবন্দর রয়েছে?
  • বাংলাদেশের কোন জেলায় রেলপথ নাই?
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান সড়ক রুট কয়টি?
  • ব্রিটিশ আমলে সমগ্র বাংলাদেশ কোন বন্দরের পশ্চাদভূমি ছিল?
  • বাংলাদেশে কয়টি রেলওয়ে ফেরী আছে?
  • মংলা সমুদ্রবন্দর কোন জেলায় অবস্থিত?
  • বাংলাদেশে কয় ধরনের বিমান সার্ভিস রয়েছে?
  • ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
  • বর্তমানে বাংলাদেশ বিমান বহরে মোট কয়টি উড়োজাহাজ রয়েছে?
  • বাংলাদেশের উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার প্রভাব কোনটি?
  • বাংলাদেশে সর্বপ্রথম রেলপথের সূচনা হয় কোন সালের কত তারিখে?
  • ইংল্যান্ডে সর্বপ্রথম কত সালে রেল পরিবহন চালু হয়?
  • বাংলাদেশের কোন দিক হতে কোন দিকে ক্রমান্বয়ে ঢালু?
  • Download our App Bissoy