এইচএসসি যুক্তিবিদ্যা ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • দ্বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান?
  • অমাধ্যম অনুমানের শ্রেণিবিভাগ কোনটি?
  • ‘হয় তুমি ভাত খাবে না হয় রুটি খাবে’— বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
  • ‘CESARE’ কোন সংস্থানের বৈধ মূর্তি?
  • ‘A’-যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে সিদ্ধান্ত পাওয়া যায়—
  • দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি কোনটি?
  • প্রথম আকারের বৈধ মূর্তি কয়টি?
  • C – L –R – NT ড্যাস চিহ্নিত স্থানগুলোতে কোন ক্রমধারা বসবে?
  • সহানুমানের গঠনশৈলীতে ব্যবহৃত পদগুলো হলো-
  • ‘সকল মানুষ হয় বিজ্ঞ’— এই বাক্যের প্রতিবর্তিত রূপ কোনটি?
  • প্রতিবর্তনের সিদ্ধান্তকে বলা হয়—
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপপত্তি ঘটে?
  • কিছু A নয় B; সুতরাং কিছু B নয় A. দৃষ্টান্তটি—
  • উদ্দীপকের অনুমানটি কোন ধরনের?
  • মধ্যপদ ন্যায় অনুমানে কয়বার ব্যাপ্য হতে হয়?
  • মাধ্যম অনুমানের রূপ কোনটি?
  • সকল লেখক হয় জ্ঞানী (A)
  • প্রধান পদ যে আশ্রয়বাক্যে থাকে তাকে কী বলে?
  • প্রাকল্পিক সহানুমানের প্রধান আশ্রয়বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
  • তৃতীয় সংস্থানে সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কী হয়?
  • এরিস্টটলীয় যুক্তিবিদ্যার মূল সূত্র কয়টি?
  • সহানুমান সম্পর্কিত ধারণা প্রবর্তন করেন-
  • হেতুপদকে কোনটি দ্বারা প্রতীকায়িত করা হয়?
  • সব পাখি হয় হলুদ
  • A বাক্যের আবর্তিত হলো-
  • অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্য থাকে-
  • সহানুমানে ব্যবহৃত অপ্রধান পদের প্রতীক কোনটি?
  • সহানুমানের আশ্রয়বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটিও হবে-
  • প্রতি-আবর্তন অমাধ্যম অনুমানের একটি-
  • দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত সম্পর্কে যেটি অধিক গ্রহণযোগ্য
  • অবরোহ অনুমানের লক্ষ্য কী?
  • অবরোহ অনুমানে সার্বিক বাক্য থেকে কোন ধরনের বাক্য সিদ্ধান্তে অনুমিত হয়?
  • অবরোহ অনুমানের প্রকৃতি হলো-
  • যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত স্থাপন করা হয় তাকে কী বলে?
  • কোনটি অবরোহ অনুমানের প্রকারভেদ?
  • ভাববাদী যুক্তিবিদগণ অবরোহ অনুমানকে অভিহিত করেছেন—
  • অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী?
  • অবরোহ অনুমানের সিদ্ধান্ত কী বাক্য হতে পারে?
  • দীপিকা একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। তার এ অনুমান কোন ধরনের অনুমান?
  • অমাধ্যম অনুমানের আশ্রয়বাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কীরূপ হবে?
  • Download our App Bissoy