এইচএসসি যুক্তিবিদ্যা ২য় পত্র ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • যৌক্তিক সংজ্ঞায় উল্লেখ করতে হয় পদের-
  • ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তি ও বিচার শক্তিসম্পন্ন জীব’— বাক্যটিতে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
  • ‘গাছ হয় বৃক্ষ’— এটি কোন ধরনের সংজ্ঞা?
  • “যিনি খেলা করেন তিনি খেলোয়াড়’— এখানে কী ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • ‘সিংহ হলো পশুর রাজা’— এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • যৌক্তিক সংজ্ঞায় সব সময় —
  • ‘মানুষ হচ্ছে আত্মনিয়ন্ত্রণকারী বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব’— এখানে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • বাহুল্য সংজ্ঞা বলতে কী বোঝ?
  • ‘পাখি হয় ডানা ও লেজবিশিষ্ট প্রাণী’— বাক্যটিতে কী প্রকাশিত হয়?
  • ‘বিদ্যালয় একটি পাঠশালা’— এই সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • কোন পদটির সংজ্ঞা প্রদান সম্ভব নয়?
  • পরতম জাতির সংজ্ঞা দেওয়া যায় না, কারণ—
  • উদ্দীপকে বাবার সর্বশেষ বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • উদ্দীপকে উল্লিখিত অনুপপত্তি ঘটলে সংজ্ঞা-
  • আনিসের বক্তব্যে সংঘটিত অনুপপত্তি কোনটি?
  • জলির সংজ্ঞায় অতিরিক্ত গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে-
  • মানুষ হলো মনুষ্য জাতীয় জীব— এ বাক্যটিতে ঘটেছে-
  • বর্ণনা কোন ধরনের প্রক্রিয়া?
  • কোথায় রূপক ভাষা ব্যবহৃত হয়?
  • পদের জাত্যর্থের সুস্পষ্ট বর্ণনাকে কী বলে?
  • ‘মেয়েটি হয় তুষারশুভ্র’— বাক্যটিতে অনুপপত্তি ঘটেছে?
  • ‘আলো হচ্ছে অন্ধকারের বিপরীত’— এখানে কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
  • ‘মানুষ হয় সৃষ্টির মুকুট’ বাক্যটিকে কী ধরনের সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে?
  • মনের মৌলিক গুণগুলোর সংজ্ঞা দেওয়া যায় না, কারণ মনের মৌলিক গুণগুলো-
  • সংজ্ঞায় কোনটি পরিহারযোগ্য?
  • উদ্দীপকের দৃষ্টান্ত-১ কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ?
  • দৃষ্টান্ত-২ এ প্রকাশিত বিষয় উল্লেখ করা হয়—
  • যুক্তিবিদ্যার কোনো অনুমানের ভ্রান্তিকে কী বলে?
  • সংজ্ঞায় একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে বিশেষভাবে উল্লেখ করতে হবে এর অধিক হলে চলবে না। এটি সংজ্ঞার- ক. দ্বিতীয় নিয়ম
  • বাহুল্য সংজ্ঞার ইংরেজি কী?
  • ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন ন্যায়পরায়ণ জীব’ সংজ্ঞাটি একটি—
  • কোন গুণের উল্লেখ থাকলে সংজ্ঞা ভ্রান্ত হতে বাধ্য?
  • মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ বিশিষ্ট জীব— এটি কোন দোষে দুষ্ট সংজ্ঞা?
  • ‘মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন মরণশীল জীব’— বাক্যটিতে কোন অনুপপত্তি ঘটেছে?
  • বাহুল্য সংজ্ঞাকে ভ্রান্ত সংজ্ঞা বলা হয় কেন?
  • অব্যাপক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি কী?
  • সংজ্ঞার্থ পদের ব্যাপকতা হ্রাস পেলে কোন অনুপপত্তি ঘটে?
  • ‘সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ হবে সংজ্ঞেয় পদের ব্যস্ত্যর্থের সমান’- এ নিয়ম লঙ্ঘন করলে কত প্রকার অনুপপত্তি ঘটবে?
  • সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদ পরস্পর বিনিময়যোগ্য হওয়ার কারণ কী?
  • ‘মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন সৎ জীব’— বাক্যটিতে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
  • Download our App Bissoy