ক্লাস এইট বাংলা ১ম পত্র আবার আসিব ফিরে এমসিকিউ প্রশ্ন

  • ধানসিঁড়ি কীসের নাম?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
  • ‘সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে’-এখানে সারাদিন কেটে যাবে কার?
  • কবিতাংশটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
  • উদ্দীপকে ‘আবার আসিব ফিরে’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি কী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন?
  • ধানসিঁড়ি নদীটি কোন জেলায়?
  • ‘হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে’ -এখানে শিশুর কর্মে কোনটি প্রকাশ পেয়েছে?
  • সুদর্শন কীসের বাতাসে উড়বে?
  • উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :
  • কবিতাটিতে ফুটে উঠেছে কবির-
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন নদীর কথা উল্লেখ আছে?
  • কবি জীবনানন্দ দাশের সারাদিন কেটে যাবে কোথায়?
  • কোন সময়ের বাতাসে সুদর্শন ওড়ে?
  • উঠানের ঘাসে গ্রামের শিশু কী ছড়ায়?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় কবি বাংলাদেশের কোন রূপটি তুলে ধরেছেন?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় কীসের প্রতি কবির আকর্ষণ দেখা যায়?
  • উদ্দীপকের সাথে ‘আবার আসিব ফিরে’ কবিতার প্রধান বৈসাদৃশ্য কীসে?
  • উক্ত বৈসাদৃশ্য ফুটে ওঠে যে চরণে তা হলো-
  • জীবনানন্দ দাশ কোথায় মারা যান?
  • জীবনানন্দ দাশ কত সালে এম এ পাস করেন?
  • জীবনানন্দ দাশ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন?
  • জীবনানন্দ দাশের প্রথম কর্মজীবন শুরু হয় কী হিসেবে?
  • জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • জীবনানন্দ দাশ কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে; দেখিবে ধবল বক, -কোন সময়ের বর্ণনা?
  • কোথায় ফিরে আসতে চান?
  • কুয়াশার বুকে ভেসে একদিন কবি জীবনানন্দ দাশ কোথায় আসবেন?
  • কার লাল পায়ে ঘুঙুর থাকার কথা বলেছেন?
  • বাংলার সবুজ গঙ্গা কোনটি দ্বারা সিক্ত হয়?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় লক্ষ্মীপেঁচা কোন গাছের ডালে বসে ডাকে?
  • রাঙা মেঘ সাঁতরায়ে কে অন্ধকারে নীড়ে আসছে?
  • বাংলাদেশে নবান্ন উৎসব কোন মাসে হয়?
  • শিমুলের ডালে লক্ষ্মীপেঁচা রূপে কার ডাক শোনা যাবে?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় কোন দুটি গাছের উল্লেখ আছে?
  • আবার ধানসিঁড়িটির তীরে ফিরে আসতে চান কেন?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতাটিতে কবির কীসের প্রতি আকর্ষণ লক্ষ করা যায়?
  • মৌরি তার নিজ দেশে শঙ্খচিল শালিকের বেশে আবারও ফিরে আসতে চায়। তার এ মনোভাবের সঙ্গে ‘আবার আসিব ফিরে’ কবিতার কার মনোভাব সাদৃশ্যপূর্ণ?
  • কবি জীবনানন্দ দাশ প্রকৃতির বিভিন্ন উপাদানের মাঝে আবার ফিরে আসতে চান এ বাংলায়। এর মাধ্যমে কীসের বহিঃপ্রকাশ ঘটে?
  • ‘আবার আসিব ফিরে’ কবিতায় আবহমান বাংলার কোন ছবি ফুটে উঠেছে?
  • Download our App Bissoy