ক্লাস এইট বাংলা ১ম পত্র একুশের গান এমসিকিউ প্রশ্ন

  • ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’-এখানে কোন শহিদের কথা বলা হয়েছে?
  • কবিতাংশটি পড়ে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
  • কবিতাংশে বর্ণিত পশুরা হচ্ছে ‘একুশের গান’ কবিতায় বর্ণিত –
  • আব্দুল গাফফার চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেন?
  • ‘একুশের গান’ কবিতার কবির মতে বাঙালির ইতিহাস বৈশিষ্ট্য কেমন?
  • ‘ক্রান্তি’ শব্দের অর্থ কী?
  • ‘একুশের গান’ কবিতায় ‘ওরা এদেশের নয়’-বলতে কাদের কথা বোঝানো হয়েছে?
  • ‘একুশের গান’ কবিতায় ‘খুন’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  • ‘আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে’। এর মাধ্যমে বোঝানো হয়েছে শহিদদের-
  • ‘একুশের গান’ কবিতায় ‘ওরা’ বলতে বোঝানো হয়েছে পাকিস্তানি-
  • পাকিস্তানি পশুদের প্রতি চরম ঘৃণা প্রকাশ পেয়েছে কাদের?
  • ‘মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে’-উদ্দীপকের ‘ওরা’ একুশের গান কবিতায় কবির দৃষ্টিতে?
  • বাঙালিদের হাতে পাকিস্তানিদের ক্ষমতা হস্তান্তর না করার সিদ্ধান্ত ছিল-
  • ‘একুশের গান’ কবিতায় ‘আমি কি ভুলিতে পারি’ চরণটি কয় বার ব্যবহৃত হয়েছে?
  • শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা।- এই শিশু কারা?
  • ‘এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে’-উদ্ধৃতাংশের সাথে ‘একুশের গান’ কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে-
  • ‘একুশের গান’ কবিতায় ‘নাগিনী’ বলতে কাদের বোঝানো হয়েছে?
  • ‘বীর ছেলে বীর নারী’ কোথায় পড়ে মরে?
  • ‘এমন সময় ঝড় এলো এক, ঝড় এলো ক্ষ্যাপা বুনো’- কবি এখানে ঝড় বলতে কী বুঝিয়েছেন?
  • যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা যে শিশুর কান্না-হাসিতে আমার বিশ্ব ঢাকা, সেই স্বপ্নের শিবির বাঁচাতে আজকে লড়ি।- উদ্ধৃতাংশের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ পঙ্ক্তি কোনটি?
  • ‘একুশের গান’ প্রথম কোথায় প্রকাশিত হয়?
  • আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
  • আবদুল গাফ্ফার চৌধুরী কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন?
  • আবদুল গাফ্ফার চৌধুরী পেশা হিসেবে কোনটিকে গ্রহণ করেন?
  • একাধারে কথাশিল্পী, গীতিকার, প্রাবন্ধিক, কলামিস্ট হিসেবে খ্যাতিমান কোন লেখক?
  • আবদুল গাফ্ফার চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • ‘ডানপিটে শওকত’ আবদুল গাফ্ফার চৌধুরীর কী জাতীয় রচনা?
  • আমরা কোন দিনটির কথা ভুলতে পারি না?
  • ছেলেহারা মায়েদের অশ্রু দিয়ে গড়া কোন দিনটি?
  • কোন দিনটি ভাইয়ের রক্ত দিয়ে রাঙানো?
  • ‘একুশের গান’ কবিতায় ‘একুশে ফেব্রুয়ারি’ কথাটি কয়বার ব্যবহৃত হয়েছে?
  • ‘একুশের গান’ কবিতাটিতে বর্ণিত পথে পথে কী ফুল ফোটে?
  • কারা এদেশের মানুষের অন্ন, বস্ত্র, শান্তি কেড়ে নিয়েছে?
  • বাংলার বুকে কাদের ঘৃণ্য পদাঘাত পড়ে?
  • ‘একুশের গান’ কবিতা অবলম্বনে কারা দেশের ভাগ্যকে বিক্রি করে?
  • কবি আবদুল গাফ্ফার চৌধুরী কীসের বিক্ষোভে নাগিনী-কালবোশেখীদের জাগতে বলেছেন?
  • কবি কী ভুলতে পারবেন না?
  • একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে শত শত মা কী হারিয়েছেন?
  • বাংলাদেশকে কবি কীসের সঙ্গে তুলনা করেছেন?
  • একুশে ফেব্রুয়ারিকে কবি কী হিসেবে আখ্যা দিয়েছেন?
  • Download our App Bissoy