ক্লাস এইট বাংলা ১ম পত্র জাগো তবে অরণ্য কন্যারা এমসিকিউ প্রশ্ন

  • কবি কেন ব্যথিত হন?
  • উদ্দীপকে বর্ণিত বাড়তি জনসংখ্যার ফলে সৃষ্ট সমস্যাটি ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন অবস্থাকে নির্দেশ করে?
  • এ অবস্থা থেকে মুক্তির জন্য ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় যে নির্দেশনা রয়েছে তা হলো-
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতার কোন বিষয়টি অনুচ্ছেদে ফুটে উঠেছে?
  • উক্ত ফুটে ওঠা দিকটির সাথে সংগতিপূর্ণ চরণ কোনটি?
  • ‘আপনার পত্রপুষ্পপুটে, অনন্ত যৌবনা করি সাজাইলে বসুন্ধরা’
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
  • সাদৃশ্যপূর্ণ ভাবটি প্রকাশ পেয়েছে যে চরণে-
  • কবি সুফিয়া কামাল রচিত স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কী?
  • সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • একাত্তরের ডাইরি’ কী জাতীয় জাতীয় গ্রন্থ?
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় প্রাণহীন মুখগুলো কেমন?
  • ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’-স্লোগানের আভাস কোন কবিতায় রয়েছে?
  • কোনটি কবি সুফিয়া কামালের কাব্যগ্রন্থ?
  • ‘একাত্তরের ডাইরি’ গ্রন্থটি কার লেখা?
  • কবির মতে মুমূর্ষু ধরা প্রাণকে কে জাগাতে পারে?
  • উদ্দীপকে প্রতিফলিত ভাবটি কোন রচনার সাথে সাদৃশ্যপূর্ণ।
  • উক্ত সাদৃশ্য যে চরণে ফুটে ওঠে-
  • সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
  • কবি সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
  • মাহমুদার দাদি তৎকালীন সময় নারী শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার পরও নিজের চেষ্টায় লেখাপড়া শেখেন। এদিক দিয়ে মাহমুদার দাদির সাথে কোন কবির মিল পাওয়া যায়?
  • ‘সেখানে ক্ষরিছে স্নেহ পল্লবের নিবিড় ছায়ায়’-চরণটির অন্তর্নিহিত তাৎপর্য কী?
  • ‘মাটি অরণ্যের পানে চায়’- কথাটি দ্বারা কবি কী বুঝিয়েছেন?
  • কবি চারদিকে কী শোনেন?
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় ক্ষুধার্তের জন্য কী আনার কথা বলা হয়েছে?
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় আত্মার জন্য কী আনার কথা বলা হয়েছে?
  • কার বুকে বহ্নিজ্বালা?
  • ‘জাগো তবে অরণ্য কন্যারা’ কবিতায় সকলের দৃষ্টি কেমন?
  • মাটি কার পানে চায়?
  • নিবিড় ছায়া বলতে কী বোঝায়?
  • কবি কীভাবে জাগতে বলেছেন?
  • ক্ষুধার্ত মানুষের দৃষ্টি কেমন?
  • কারা লেলিহান শিখা মেলে জেগে উঠবে?
  • বিহ্নজ্বালা কোথায় বাজে?
  • বৃক্ষের শাখায় আগুন রাঙা ফুলকে কবি কীসের মাধ্যমে প্রকাশ করেছেন?
  • বৃক্ষের বুকে যন্ত্রণার আগুন কেন?
  • সব মুখ ম্লান কেন?
  • সকলের ক্ষুধার্ত ভয়ার্ত দৃষ্টির কারণ কী?
  • মর্মরে মর্মরে কী বেজে ওঠে?
  • Download our App Bissoy