ক্লাস এইট বিজ্ঞান ২য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোষ বিভাজনের কোন দশায় সাফওয়ানের চোখ পড়েছিল?
  • সাফওয়ান-এর পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশায়-
  • কোথায় অ্যামাইটোসিস হয় না?
  • কোন বৈজ্ঞানিককে জীনতত্ত্বের জনক বলা হয়?
  • কোনটিতে ডিএনএ থাকে না?
  • প্রতিটি জীবদেহ কী দ্বারা গঠিত?
  • কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্র গঠন করে?
  • মানব জননকোষে কতটি ক্রোমোজোম থাকে?
  • জীবদেহে কোষ বিভাজন কত প্রকার?
  • মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপটি দীর্ঘস্থায়ী?
  • মাইটোসিসের কোন ধাপে নতুন ক্রোমোজোম সৃষ্টি হয়?
  • সপুষ্পক উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
  • মাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের প্রথম ধাপ কোনটি?
  • কোনটিতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে?
  • টেলোফেজ ধাপে কোনটি ঘটে?
  • ক্রোমোজোমের সেট্রোমিয়ার দুইভাগে বিভক্ত হয় কোন ধাপে?
  • বংশগতিবিদ্যার জনক বলা হয় কাকে?
  • স্পিন্ডল যন্ত্রের প্রতিটি তন্তুকে কী বলে?
  • অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরূপ আকার ধারণ করে?
  • মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে কোনটি?
  • কোনটিকে সমীকরণিক বিভাজন বলা হয়?
  • স্তন্যপায়ী প্রাণীদের কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?
  • মাইটোসিস কোষ বিভাজনের শেষ ধাপ কোনটি?
  • জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক কোনটি?
  • জিন নিয়ন্ত্রণ করে-
  • ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদের জীবন শুরু হয় কয়টি কোষ দিয়ে?
  • ছত্রাকে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
  • মাইটোসিস বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কতবার বিভাজিত হয়?
  • উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে কোন বিভাজন হয়?
  • প্রাণী ও উদ্ভিদ দেহের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি কী ধরনের কোষ বিভাজন দ্বারা ঘটে?
  • মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে?
  • উদ্ভিদের অযৌন জননের সময় কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
  • জমিতে সার দেওয়ার ফলে ধান গাছের কোষের সংখ্যা বৃদ্ধি কোন কোষ বিভাজনের কারণে ঘটে?
  • বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
  • পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টির সময় কোন বিভাজন হয়?
  • মিয়োসিস বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়?
  • হ্রাসমূলক বিভাজন কোনটি?
  • মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজন কতবার ঘটে?
  • কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন?
  • মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
  • Download our App Bissoy