ক্লাস এইট বিজ্ঞান ৩য় অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • অভিস্রবণ প্রক্রিয়ায়-
  • উল্লিখিত প্রক্রিয়ায়-
  • নিমজ্জিত উদ্ভিদরা কোন অংশ দিয়ে পানি শোষণ করে?
  • কোন প্রক্রিয়াটিকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয়?
  • তাপমাত্রা বাড়লে সাধারণত ব্যাপন হার-
  • উদ্ভিদের মূলরোম দ্বারা শোষিত পানি পাতায় পরিবাহিত হয় কোন টিস্যুর মাধ্যমে?
  • মূলরোমের প্রাচীর-
  • উদ্ভিদদেহে লবণগুলো কী হিসেবে দেহে শোষিত হয়?
  • কিসের মাধ্যমে পাতায় উৎপন্ন খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছায়?
  • উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি হইতে পানি শোষণ করে?
  • কোনটি ভেদ্য পর্দা?
  • শুকনো কিসমিস পানিতে রাখলে ফুলে উঠে কোন প্রক্রিয়ায়?
  • কোনটি পর্দা দিয়ে শুধু দ্রাবক চলাচল করতে পারে?
  • ডিমের খোসার ভেতরের পর্দার মধ্য দিয়ে কোনটি চলাচল করতে পারে?
  • চিনির গাঢ় দ্রবণে কিসমিস ডুবিয়ে রাখলে কী হবে?
  • প্রস্বেদনের অপর নাম কী?
  • জীবের সবরকম শারীরবৃত্তীয় কাজ কোন প্রক্রিয়ায় ঘটে?
  • কোনটি পাতার তৈরি খাদ্য পরিবহন করে?
  • লেন্টিসেলের অবস্থান কোথায়?
  • দ্রব ও দ্রাবকের মিশ্রণের ফলে কী উৎপন্ন হয়?
  • কাঁঠাল গাছে কোনটির মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায়?
  • ঘ কিউটিনযুক্ত কোষ প্রাচীর
  • অভিস্রবণকে ব্যাপনও বলা যায়, কারণ-
  • প্রস্বেদনের প্রকারভেদের মধ্যে রয়েছে-
  • উদ্ভিদের পরিবহন টিস্যুগুলো-
  • কলয়েডধর্মী পানিগ্রাহী পদার্থ-
  • উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়-
  • অভিস্রবণ ঘটে-
  • ব্যাপন অর্থ কী?
  • রক্ত থেকে খাদ্য, অক্সিজেন প্রভৃতি লসিকায় বাহিত হয় কোন প্রক্রিয়ায়?
  • ব্যাপন প্রক্রিয়ায় অণুর কী ধরনের পরিবর্তন হয়ে থাকে?
  • ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো কোথায় ছড়িয়ে পড়ে?
  • পদার্থের অণুর বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে গমনকে কী বলে?
  • প্রাণীদের শ্বসনের সময় অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান ঘটে কোন প্রক্রিয়া দ্বারা?
  • ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ার কারণ কী?
  • কোন প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা ছাড়াই পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়?
  • শ্বসনের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আসে কোন প্রক্রিয়ার মাধ্যমে?
  • ব্যাপনের হার নির্ভর করে মাধ্যমের-
  • জীবকোষে শ্বসনের সময়-
  • পদার্থের অণুগুলো বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া-
  • Download our App Bissoy