ক্লাস এইট বিজ্ঞান ৬ষ্ঠ অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • একটি পরমাণুর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকে?
  • রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
  • কত সালে নিউট্রন আবিষ্কার হয়েছিল?
  • কোন মৌলের নিউক্লিয়াসে নিউট্রন নাই?
  • পরমাণুর ২য় সেলে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে?
  • ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হয়-
  • একের অধিক পরমাণু যুক্ত হয়ে গঠন করে-
  • কোন মৌলগুলোর যোজনী দুই?
  • ক্লোরিনের যোজনী কত?
  • কার্বনের আইসোটোপ কয়টি?
  • বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
  • একটি পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কী বলে?
  • কোনো মৌলের ভরসংখ্যা ২৩ এবং প্রোটন সংখ্যা ১১ হলে তার নিউট্রন সংখ্যা কত?
  • কার্বনের পারমাণবিক সংখ্যা কত?
  • কোনো মৌলের পরমাণুতে ৩টি প্রোটন ও ৪টি নিউট্রন আছে। মৌলটির ভর সংখ্যা কত?
  • হিলিয়াম পরমাণু বেশি স্থিতিশীল কেন?
  • কোনো একটি মৌলের পারমাণবিক সংখ্যা ১৫, ভরসংখ্যা ৩১। ঐ মৌলের নিউট্রন সংখ্যা কত?
  • প্রতিটি মৌলের পরমাণুর মধ্যে পার্থক্য থাকে-
  • নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা ৭ বলতে বোঝায়-
  • কে পদার্থের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশের নাম দেন Atomos?
  • পরমাণুর সকল আধান ও ভর কোথায় কেন্দ্রীভূত থাকে?
  • ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন একত্রে কী সৃষ্টি করে?
  • কোনটি নিউক্লিয়াসের চারদিকে ঘূর্ণায়মান?
  • পরমাণুর ঋণাত্মক কণিকা কোনটি?
  • পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে ডেমোক্রিটাস কখন মতবাদ দেন?
  • পরমাণু আধান বা চার্জ নিরপেক্ষ থাকে কেন?
  • রাসায়নিক বিক্রিয়ায় কোনটি অংশগ্রহণ করে?
  • পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের কয়েকটি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথের কথা প্রথম কোথায় উল্লিখিত হয়েছে?
  • রাদারফোর্ড ও বোর পরীক্ষা দ্বারা কী আবিষ্কার করেন?
  • “পরমাণুর ঋণাত্মক আধানবিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে”- এ ধারণা কোন বিজ্ঞানীর?
  • Atomos শব্দের অর্থ কী?
  • জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ প্রকাশ করেন-
  • যেসব অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে তাদের কী বলা হয়?
  • তেজস্ক্রিয় আইসোটোপের কোন ধর্ম বিভিন্ন কাজে লাগানো হয়?
  • ফলমূলকে জীবাণুমুক্ত করতে কোন তেজস্ক্রিয় রশ্মি প্রয়োগ করা হয়?
  • কোন ধরনের মৌলের নিউক্লিয়াসের স্থিতিশীলতা খুব কম থাকে?
  • ক্যান্সার কোষ কীভাবে নির্ণয় করা যায়?
  • উক্ত আইসোটোপ কোন মৌলের?
  • উক্ত আইসোটোপ কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়?
  • সোডিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে?
  • Download our App Bissoy