ক্লাস এইট বিজ্ঞান ৮ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • মোমে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে?
  • সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে কোন লবণটি তৈরি হয়?
  • ফসফেট মূলকের যোজনী কত?
  • নাইট্রিক এসিডের একটি অণুতে কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বিদ্যমান?
  • শিহাব একটি বীকারে কিছু চুন নিয়ে তাতে ড্রপার দিয়ে ভিনেগার যোগ করে বীকারে কী ধরনের বিক্রিয়া ঘটবে?
  • কোন মৌলটি অধাতু?
  • সালফারের বর্ণ কেমন?
  • প্রশমন বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?
  • কোনো মৌলের যোজনী নিরূপণের সময় কোন পরমাণুর যোজনীকে একক ধরা হয়?
  • পৃথিবীতে কয়টি মৌল আছে?
  • রসায়নবিদগণ গঠন অনুসারে পৃথিবীর সকল পদার্থকে কয় শ্রেণিতে ভাগ করেছেন?
  • মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
  • অণুর সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
  • একটি অণুতে কী কী পরমাণু আছে তা কী থেকে জানা যায়?
  • অ্যালুমিনিয়ামের যোজনী কত?
  • সালফেট যৌগমূলকের যোজনী কত?
  • একটি রাসায়নিক বিক্রিয়াকে কয়টি অংশে ভাগ করা যায়?
  • যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের কী বলে?
  • রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ উৎপন্ন হয়, তাদের কী বলে?
  • রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুসমূহের কী ঘটে?
  • জিঙ্কের সাথে সালফিউরিক এসিডের রাসায়নিক বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
  • রাসায়নিক সমীকরণের তীর বা সমান চি‎েহ্নর বাম দিকে কী লিখতে হয়?
  • যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তিত হয়ে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয় সে প্রক্রিয়াকে কী বলে?
  • ১নং বিক্রিয়ার বিক্রিয়াজাত পদার্থের সাধারণ নাম কী?
  • উদ্দীপক থেকে বলা যায়
  • অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটি কী ধরনের বিক্রিয়া?
  • দহন বিক্রিয়ার সময় কী উৎপন্ন হয়?
  • দহন চামচে সালফারকে উত্তপ্ত করলে কোন বর্ণের শিখা পাওয়া যায়?
  • কোন ধরনের রাসায়নিক বিক্রিয়ার জন্য অক্সিজেন অত্যাবশ্যক?
  • স্বাভাবিক তাপ ও চাপে সালফার কী অবস্থায় থাকে?
  • দহন বিক্রিয়ায় দরকার হয়-
  • দহনে উৎপন্ন হয়-
  • তুঁত কী রঙের পদার্থ?
  • আয়রন সালফেট কী বর্ণের পদার্থ?
  • লোহার গুঁড়া ও তুঁতের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় কী যৌগ উৎপন্ন হয়?
  • চুনাপাথর কার প্রভাবে ভেঙে ঈঙ২ তৈরি করে?
  • তুঁতে স্বাভাবিক অবস্থায় কী প্রকৃতির হয়?
  • তুঁতের নীল দ্রবণে কিছু লোহার গুঁড়া যোগ করা হলে তলানিরূপে কী জমা হয়?
  • কার্বন ডাইঅক্সাইড চুনের পানির সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
  • পটাসিয়াম ক্লোরেটকে তাপে বিযোজিত করা হলে কী গ্যাস উৎপন্ন হয়?
  • Download our App Bissoy