ক্লাস এইট ইসলাম ও নৈতিক শিক্ষা ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কত হিজরিতে মক্কা বিজয় হয়?
  • হযরত মুসা (আ) কত বছর বয়সে ইন্তেকাল করেন।
  • ‘ফাতহুম মুবিন’ বলতে বুঝায়-
  • তায়েবের বক্তব্যের মাধ্যমে কোন নবির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে?
  • তায়েবের বক্তব্য অনুকরণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হবে-
  • মদিনা সনদের ধারা কয়টি?
  • হযরত মুহাম্মদ (স) কোথায় ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন?
  • এখন ২০১৫ সাল। এ সাল গণনা পদ্ধতির সাথে কোন নবি জড়িত?
  • হযরত সুলায়মান (আ) এর পিতার নাম কী?
  • উমাইয়া সাধু নামে পরিচিত-
  • হযরত রাবেয়া বসরি (র) এর নামে ‘রাবেয়া’ শব্দটি যুক্ত করা হয়েছে কেন?
  • হযরত ঈসা (আ) কে হত্যা করার জন্য কাকে পাঠানো হয়েছিল?
  • “রাখে আল্লাহ মারে কে” প্রবাদটি প্রতিফলিত হয়েছে-
  • প্রাচীনকালে মিসরীয় বাদশাহদের কী বলা হতো?
  • কিয়ামতের দিন হযরত ঈসা (আ) কোথা থেকে উঠবেন?
  • মহানবি (স) এর বিদায় হজ কত সালে হয়েছিল?
  • মহানবি (স) আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এ কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে মহানবি (স)-এর
  • নাসিমা গ্রামের অশিক্ষিত মেয়েদেরকে শিক্ষিত করে তোলার জন্য তার অবসর সময় ব্যয় করেন। নাসিমা কার আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন?
  • কার প্রচেষ্টায় মুসলিম বিশ্বে হাদিস সংকলিত হয়?
  • রফিক সাহেব ইউপি চেয়ারম্যান। তিনি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণের অনেক নলকূপ স্থাপন করেন। রফিক সাহেবের কাজে কার আদর্শ ফুটে উঠেছে?
  • ঈসা (আ) কে আল্লাহর পুত্র বলার যুক্তি নেই। কারণ-
  • মহান আল্লাহ কাকে বাতাসে ভর করে চলাচল করার ক্ষমতা দান করেছিলেন?
  • কে বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন?
  • হযরত সুলায়মান (আ)-এর ধীশক্তি কেমন ছিল?
  • পশু-পাখির ভাষা বুঝতেন কে?
  • হযরত সুলায়মান (আ)-এর ইন্তিকালের বিস্ময়কর ঘটনা দ্বারা কী বোঝা যায়?
  • আল্লাহ তায়ালা হযরত সুলায়মান (আ)-কে বাতাসে ভর করে চলার ক্ষমতা প্রদান করেছিলেন কেন?
  • জিনরা হযরত সুলায়মান (আ)-এর অনুগত থাকত কেন?
  • সুলায়মান (আ) মৃত্যুবরণ করেন কীভাবে?
  • হযরত সুলায়মান (আ) পশুপাখি, কীটপতঙ্গ, জীবজন্তু ও জিনদের ভাষা বুঝতেন কীভাবে?
  • হযরত সুলায়মান (আ) -এর অধীনে ছিলেন-
  • হযরত সুলায়মান (আ)-এর বশীভূত শয়তানদের কাজ ছিল-
  • হযরত সুলায়মান (আ) ছিলেন-
  • সালামত মিয়ার বিচারকার্য কোন নবির বিচারের সাথে সাদৃশ্যপূর্ণ?
  • উক্ত নবির বিচারকার্যের ঘটনা থেকে প্রমাণিত হয় তিনি ছিলেন-
  • হযরত মুসা (আ) মাদাইনে হযরত শুআইব (আ) এর সান্নিধ্যে কত বছর কাটান?
  • হযরত মুসা (আ) এর স্ত্রীর নাম কী?
  • কালিমুল্লাহ কার উপাধি?
  • নীলনদ কোথায় অবস্থিত?
  • হযরত মুসা (আ)-এর উপাধি কী ছিল?
  • Download our App Bissoy