ক্লাস এইট কৃষিশিক্ষা ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • গাভীর প্রধান খাদ্য কোনটি?
  • মাশরুমের চাষঘরে পানি স্প্রে করার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়-
  • ফল সংগ্রহ করার পরই শর্করা থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায় কোন ফলগুচ্ছে?
  • হাফিজ সাহেব তাঁর পুকুরে কমপক্ষে ৭-১০ সেমি আকারের কতটি পোনা ছাড়তে পারবেন?
  • হাফিজ সাহেবের পুকুর থেকে কাক্সিক্ষত উৎপাদন না পাওয়ার কারণ-
  • মাশরুম চাষের জন্য প্যাকেটজাত বীজকে কী বলা হয়?
  • গমের শীষ বের হওয়ার সময় কোন রোগ হয়?
  • বারো মাসি মাশরুম হলো
  • একটি প্যাকেট হতে কত গ্রাম মাশরুম পাওয়া যায়?
  • একজন মানুষের দৈনিক কত গ্রাম সব্জী খাওয়া উচিত?
  • ক্ষতস্থান ও মলের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
  • ধান ও গম বীজ সংরক্ষণের আর্দ্রতা কত?
  • প্রতি ১০ শতকে ৩০ সে. মি. গভীরতার জন্য রোটেনন ব্যবহার করতে হবে
  • শর্করার প্রধান উৎস কী?
  • আলগা ঝুল রোগ কোন ফসলে দেখা যায়?
  • সবচেয়ে কম সময়ের মধ্যে কোন খাদ্যটি উৎপাদন করা যায়?
  • কখন চিংড়ি দুর্বল থাকে?
  • গরু মোটাতাজাকরণে ৩টি গরুকে দৈনিক কী পরিমাণ ঝোলাগুড় খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে?
  • গমের প্রধান শত্র“ কোনটি?
  • চিংড়ির জন্য তৈরিকৃত ৪ কেজি সম্পূরক খাদ্যে ঝিনুকের গুঁড়া কতখানি লাগবে?
  • গবাদিপশুর ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ কোনটি?
  • বাছুরের পায়ের হাড় বাঁকা হয়ে যাওয়ার কারণ কোনটি?
  • গবাদিপশুর অপুষ্টিজনিত রোগ হলো-
  • হাসান ১০ লিটার পানিতে কি পরিমাণ ব্লিচিং পাউডার ব্যবহার করছে?
  • হাসান গ্রেডিং এর ভুলগুলো হলো
  • লায়লা বেগমের পুকুরে এ ধরনের সমস্যা হওয়ার কারণ কী?
  • মৎস্য কর্মকর্তা সমস্যা সমাধানে কী পরামর্শ দিয়ে থাকতে পারেন?
  • সাকিবের পুকুরে কী রোগ হয়েছিল?
  • সাকিবকে মৎস্য কর্মকর্তা পরামর্শ দিতে পারেন
  • সাকিবের পুকুরে মাছের রোগটি হওয়ার কারণ কী?
  • রহিম সাহেব পুকুরে কি পরিমাণ পোনা মাছ মজুদ করেন?
  • রহিম সাহেব তার পুকুরে শতক প্রতি কী পরিমাণ ইউরিয়া ব্যবহার করেছিলেন?
  • রহিম সাহেবের পুকুরের পোনা মাছ মরার কারণ হলো
  • রতন তার পুকুরে প্রতি ১ ফুট গভীরতার জন্য মোট কত পরিমাণে রোটেনন প্রয়োগ করবে?
  • রাক্ষুসে মাছ নিধনের পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করায় পুকুরে কোনটি ঘটে?
  • মজিদের পুকুরে কতটি রুই মাছের পোনা মজুদ করা যাবে?
  • মজিদের পুকুরে ঐ অবস্থায় মাছ চাষ করলে-
  • বীজ গজানোর হার শতকরা কত ভাগের বেশি হলে ভালো?
  • গম চাষে সাধারণত কয়টি সেচের প্রয়োজন হয়?
  • এক হেক্টর জমিতে কত কেজি গম বীজ বপন করতে হয়?
  • Download our App Bissoy