ক্লাস এইট শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ৫ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কোথায় সর্বপ্রথম প্রতিযোগিতামূলক সাঁতার অনুষ্ঠিত হয়?
  • ‘শ্যুটিং সার্কেল’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
  • হকি খেলার মৌলিক কৌশল কোনটি?
  • এক জায়গায় দাঁড়ানো অবস্থায় যে শুট করা হয় তাকে
  • হ্যান্ডবল খেলায় বল পার্শ্বরেখা অতিক্রম করলে পুনঃখেলা আরম্ভ হবে
  • মন ও শরীর গঠনের অন্যতম উৎস কোনটি?
  • এক পা একস্থানে রেখে অন্য পা ঘুরানোকে কি বলে?
  • ব্যাডমিন্টন খেলায় সার্ভিসের সময় অবশ্যই কী করতে হবে?
  • ব্যাডমিন্টন একক কোর্টের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  • লে-আপ শুট কোন খেলার সাথে সম্পৃক্ত?
  • কোন সাঁতার পানিতে নেমে হাতল ধরে আরম্ভ করতে হয়?
  • হ্যান্ডবল খেলায় বিপক্ষ দলকে ফ্রি থ্রো দেওয়া হয়-
  • রবিন যেভাবে ফ্রি হিট দিবে-
  • আলমগীর সাহেব কোন খেলায় পারদর্শী ছিলেন?
  • একজন ভাল দৌড়বিদ হতে হলে কী প্রয়োজন?
  • ড্রিবলিং করার সময় শাহিন বলটিতে হাতের কয়টি আঙ্গুল ব্যবহার করে?
  • বাস্কেটবল খেলায় ড্রিবলিং কী?
  • শরীর ও মনের যৌথ বোঝাপড়ার ওপর কী নির্ভর করে?
  • রিয়ান অষ্টম শ্রেণিতে পড়ে। তার শরীর ও মন সতেজ রাখতে তার মা-বাবা তাকে কীসের সুযোগ করে দিবেন?
  • পরাজয়ের গ্লানিকে সহজভাবে মেনে নিতে কোনটি আবশ্যক?
  • খেলাধুলার উপকারিতা হলো-
  • খেলাধুলার মাধ্যমে মানুষ খুঁজে পায়-
  • মাহি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে। এর মাধ্যমে সে অর্জন করে-
  • কোনটি ছাড়া ক্রীড়া উন্নয়ন একেবারেই অসম্ভব?
  • শারীরিক শিক্ষার ব্যবহারিক দিক কোনটি?
  • সরকারিভাবে বিদ্যালয়গুলোতে কয় সেশনে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা রয়েছে?
  • শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হয়ে বেড়ে ওঠলে হুমকির সম্মুখীন হবে কোনটি?
  • খেলাধুলার উন্নয়নে বিদ্যালয়গুলোতে কী সরবরাহ করতে হবে?
  • ক্রীড়া উন্নয়নের জন্য প্রয়োজন
  • সরকারিভাবে বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা রয়েছে-
  • জাবেদ শফিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। খেলাধুলায় কাক্সিক্ষত মান অর্জনে তাদের বিদ্যালয়ে প্রয়োজন-
  • খেলাধুলায় উন্নতির জন্য স্থানীয়ভাবে ব্যবস্থা করতে হবে-
  • কত সালে প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?
  • কোথায় প্রথম ব্যাডমিন্টন খেলা শুরু হয়েছিল?
  • কীসের নাম থেকে ব্যাডমিন্টন খেলার নামের উৎপত্তি হয়?
  • Download our App Bissoy