এসএসসি বাংলা ১ম পত্র আম আঁটির ভেঁপু এমসিকিউ প্রশ্ন

  • প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের
  • আঙ্গিকের দিক থেকে ‘দৃষ্টিপ্রদীপ’ গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?
  • বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে কে আপন মনে রোয়াকে বসে খেলা করছিল?
  • অপুর বাক্সের সমুদয় সম্পত্তি কোথায় ঢালা হয়েছিল?
  • দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলি কুড়াইয়া আনিয়াছিল” কী কুড়িয়ে এনেছিল?
  • অপুর দিদির নাম কী?
  • অপু কড়িগুলো কোথা থেকে চুরি করেছিল?
  • শুকনো নাটাফল কে কুড়িয়ে এনে অপুকে দিয়েছিল?
  • দুর্গার গড়ন কেমন?
  • দুর্গার গায়ের রং কেমন?
  • অপুর সাথে দুর্গার মিল রয়েছে-
  • দুর্গার চোখ কার মতো ডাগর ডাগর?
  • দুর্গার হাতে অপু কী দেখতে পেল?
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে নারিকেলের মালার মধ্যে কী ছিল?
  • গলার সুর নিচু করে দুর্গা অপুর কাছ থেকে কী জানতে চাইল?
  • অপুর মা ক্ষার কাচতে কোথায় গিয়েছিল?
  • অপু কার অজ্ঞাতসারে কড়িগুলো চুরি করেছিল?
  • দুর্গা অপুকে কী নিয়ে আসতে বলল?
  • তেল নুন আনার পর দুর্গা আবার অপুকে কী আনতে বলে?
  • হরিহর রায়ের কোন জ্ঞাতি-ভ্রাতা সম্প্রতি মারা গিয়েছেন?
  • দুর্গাদের বাড়ি থেকে কত সময়ের পথ গেলে ভুবন মুখুর্য্যের বাড়ি?
  • মায়ের গলা পেয়ে দুর্গা অপুকে কীভাবে যেতে বলল?
  • দুর্গা অপুকে মুখ মুছতে বলেছিল কেন?
  • সর্বজয়ার গা-গতর ব্যথা হয়ে গিয়েছিল কেন?
  • সর্বজয়া কখন থেকে ক্ষার কাচছিল?
  • অপু খেতে খেতে কী বলল?
  • হরিহর কখন কাজ সেরে বাড়ি ফিরল?
  • সর্বজয়া কোন মাসের রোদে জ্বর আসার কথা বলছে?
  • মাতবর লোকটি হরিহরকে ভাবে-
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের মাতবর গোছের লোকটার জাত কী?
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে সর্বজয়াদের রায়বাড়ির কত টাকার ওপর নির্ভর করতে হয়?
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পে রায়বাড়ির টাকা কত মাস অন্তর দেয়?
  • দুর্গা খেলা বন্ধ করে সব বিচি আঁচলে বেঁধে কীভাবে বাড়ির বাইরে গেল?
  • ‘চুপড়ি’ বলতে কী বোঝ?
  • ‘বন-বিছুটি’ বলতে কী বোঝায়?
  • ‘কালমেঘ’ অর্থ কী?
  • ‘আম-আঁটির ভেঁপু’ গল্পটি কিসের আখ্যান নিয়ে রচিত হয়েছে?
  • গ্রামীণ ফলফলাদি আহারের আনন্দ এবং বিচিত্র বিষয় নিয়ে অপু ও দুর্গার বিস্ময় ও কৌতূহল গল্পটিকে চিরকালের মানুষের কী মনে করিয়ে দেয়?
  • Download our App Bissoy