এসএসসি বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য এমসিকিউ প্রশ্ন

  • মুহম্মদ শহীদুল্লাহ্ কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
  • মুহম্মদ শহীদুল্লাহ্র অন্যতম কালজয়ী সম্পাদনা গ্রন্থ কোনটি?
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কবে মৃত্যুবরণ করেন?
  • ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে কোন পাখির কথা উল্লেখ করা হয়েছে?
  • পল্লির পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে?
  • পল্লির পরতে পরতে লুক্কায়িত সাহিত্য নিয়ে মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত প্রবন্ধের নাম-
  • কোথায় বাস করে আমরা ভুলে যাই বায়ু সাগরে আমরা ডুবে আছি?
  • ‘পল্লিসাহিত্য’ মানে-
  • “ডক্টর দীনেশচন্দ্র সেন সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি পল্লিজননীর বুকে লুকিয়ে আছে।” কী সংগ্রহ করে দেখিয়েছেন?
  • বাংলাদেশের অন্যতম লোকগাথার নাম কী?
  • রোমাঁ রোলাঁ যার রূপসৌন্দর্যে মুগ্ধ হয়েছেন তিনি কে?
  • ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই? মুহম্মদ শহীদুল্লাহ্র এ হতাশা দূর হতে পারে কীভাবে?
  • ‘কিন্তু হায়! এ কাজের জন্য স্বেচ্ছাসেবক দল কই?’ এখানে কোন কাজের কথা বলা হয়েছে?
  • পল্লির সাহিত্য-সম্পদের মধ্যে জারি, সারি ও ভাটিয়ালি গানগুলো-
  • পল্লিসাহিত্যের কোন উপকরণকে প্রাবন্ধিক সুদূর অতীতের সাক্ষীরূপে গণ্য করেছেন?
  • কোনটি নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে?
  • ‘বড় বড় বিদ্বানদের সভা আছে, যাকে বলা হয় ‘Folklore Society’ কোন দেশে Folklore Society আছে?
  • Folklore Society ইউরোপ, আমেরিকার-
  • ‘ঠাকুরমার ঝুলি’-র লেখক/রচয়িতা কে?
  • বাংলাদেশের সমস্ত উপকথা এক জায়গায় জড়ো করলে যেটির মতো কয়েক বালামে সংকুলান হতো না, সেটি-
  • ‘ঊন বর্ষায় দুনো শীত।’ এর সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটির?
  • ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক সার্থক প্রবাদবাক্য ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?
  • “কত যুগের ভূয়োদর্শনের পরিপক্ব ফল সঞ্চিত হয়ে আছে, কে তা অস্বীকার করতে পারে?” ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে লেখক এ কথার প্রমাণ দিয়েছেন কোন বিষয়টির মাধ্যমে?
  • জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন কথাও খুঁজে পাওয়া যায়- কোনটিতে?
  • পল্লিসাহিত্যের উপাদানগুলোর মধ্যে কোনটিতে জাতির ঐতিহাসিক তথ্য লক্ষ করা যায়?
  • ‘পিঁড়েয় বসে পেঁড়োর খবর।’ এ প্রবাদ বাক্যটি কোন সময়ের কথা মনে করিয়ে দেয়?
  • ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে বঙ্গের রাজধানী পাণ্ডুয়ার সমকালীন সময়ের কথা ফুটে উঠেছে কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
  • “রোদ হচ্ছে, পানি হচ্ছে, খেঁকশিয়ালীর বিয়ে হচ্ছে।” এটা কোন ধরনের সাহিত্য?
  • ‘এগুলি সরস প্রাণের জীবন্ত উৎস’ কোনগুলো?
  • ‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে কোনগুলোকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে?
  • পল্লিসাহিত্য সম্পদের মধ্যে কোনটি অমূল্য রত্নবিশেষ?
  • পল্লিসাহিত্যের কোন ধারাকে অমূল্য রত্নবিশেষ বলা হয়?
  • “তাতে কত প্রেম, কত গান, কত সৌন্দর্য, কত তত্ত্বজ্ঞান ওতপ্রোতভাবে জড়িয়ে আছে” কিসে?
  • “মন মাঝি তোর বৈঠা নে রে/ আমি আর বাইতে পারলাম না।” এটা কোন ধরনের গান?
  • বাংলা সাহিত্যের কয় আনা শহুরে সাহিত্য?
  • রাজ-রাজড়ার কথা কোন সাহিত্যের প্রতীক?
  • “সে সাহিত্যে আছে রাজ-রাজড়ার কথা, বাবুবিবির কথা, মোটরগাড়ির কথা, বিজলি বাতির কথা, সিনেমা থিয়েটারের কথা, চায়ের বাটিতে ফুঁ দেবার কথা।” কোন সাহিত্যে এসব কথা আছে?
  • পল্লিসাহিত্যের সঙ্গে প্রাবন্ধিক নাগরিক সাহিত্যের তুলনামূলক বক্তব্যটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টি প্রয়োগের মাধ্যমে?
  • একবার ‘এবার ফিরাও মোরে’ বলে আবার পুরনো পথে নাগরিক সাহিত্য নিয়েই ব্যস্ত ছিলেন।” কে?
  • জ্ঞআজ দরকার হয়েছে শহুরে সাহিত্যের বালাখানার পাশে গেঁয়ো সাহিত্যের জোড়াবাংলা ঘর তুলতে।” এ মন্তব্যের মধ্য দিয়ে লেখক কোনটিকে গুরুত্ব দিয়েছেন?
  • Download our App Bissoy