এসএসসি বাংলা ১ম পত্র স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো এমসিকিউ প্রশ্ন

  • নির্মলেন্দু গুণ কত সালে জন্মগ্রহণ করেন?
  • নির্মলেন্দু গুণ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  • নির্মলেন্দু গুণের গ্রামের নাম কী?
  • নির্মলেন্দু গুণের বাবার নাম কী?
  • নির্মলেন্দু গুণের মায়ের নাম কী?
  • নির্মলেন্দু গুণ কত সালে মাধ্যমিক পাস করেন?
  • নির্মলেন্দু গুণ কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করেন?
  • নির্মলেন্দু গুণ কোথা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন?
  • নির্মলেন্দু গুণ কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেন?
  • নির্মলেন্দু গুণ কত সালে স্নাতক পাস করেন?
  • কোথা থেকে নির্মলেন্দু গুণ স্নাতক পাস করেন?
  • কোন দশকের শুরু থেকে নির্মলেন্দু গুণ কবিতা ও গদ্যে স্বচ্ছন্দে সৃজনশীল?
  • নির্মলেন্দু গুণ কী হিসেবে সর্বাধিক পরিচিত?
  • নির্মলেন্দু গুণের পেশা কী?
  • কোনটি নির্মলেন্দু গুণের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ? চ
  • কোনটি নির্মলেন্দু গুণের লেখা ছোটগল্প?
  • কোনটি নির্মলেন্দু গুণের রচিত শিশুতোষ উপন্যাস?
  • কী লেখা হবে বলে লক্ষ লক্ষ মানুষ অধীর অপেক্ষায় আছে?
  • জনসমুদ্রের উদ্যান সৈকতে কী পরিমাণ মানুষ ছিল?
  • ব্যাকুল বিদ্রোহী শ্রোতা কখন থেকে অধীর অপেক্ষায় আছে?
  • সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত কালো হাতÑ কোন দিনের স্মৃতি?
  • নির্মলেন্দু গুণ কাদের জন্য সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প লিখে গেছেন?
  • ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে আগামীদিনের কবি বলা হয়েছে?
  • লোহার শ্রমিকেরা কপালে-কব্জিতে কী বেঁধে এসেছিল?
  • ৭ই মার্চ উলঙ্গ কৃষকেরা কাঁধে কী নিয়ে এসেছিল?
  • ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কিসের জন্য মানুষের ব্যাকুল প্রতীক্ষা?
  • ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাদের দল বেঁধে আসার কথা উল্লেখ রয়েছে?
  • কবি কার মতো দৃপ্ত পায়ে হেঁটে এলেন?
  • রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি কোথায় এসে দাঁড়ালেন?
  • ‘তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল’- কখন?
  • রেসকোর্স ময়দানকে ‘বিমুখ প্রান্তর’ বলা হয়েছে কেন?
  • ভবঘুরে কারা?
  • কত সালের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির বিজয় ঘটে?
  • ইয়াহিয়া খান ১৯৭১ সালের ১লা মার্চ কী করেন?
  • জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করা হলে বঙ্গবন্ধু কী পদক্ষেপ নেন?
  • বর্তমানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের উত্তরাংশে কী অবস্থিত?
  • ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় কাকে কবি হিসেবে কল্পনা করা হয়েছে?
  • ‘নিউজউইক’ পত্রিকাটি কোন দেশ থেকে প্রকাশিত হয়?
  • ‘নিউজউইক’ পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বঙ্গবন্ধুকে কী বলে আখ্যায়িত করা হয়? ঝ
  • ৭ই মার্চের বিকেলে বঙ্গবন্ধু কিসের ডাক দেন?
  • Download our App Bissoy