এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ২১ ক্রিয়া এমসিকিউ প্রশ্ন

  • বাক্যের উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয় তা কোন পদের দ্বারা নির্দেশিত হয়?
  • ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
  • ক্রিয়ার রূপ পরিবর্তিত হয়-
  • কোনটি অসমাপিকা ক্রিয়ার ধরন?
  • অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয়?
  • সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কী বলে?
  • ধ্বন্যাত্মক নামক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে?
  • যে ক্রিয়া দিয়ে ভাব সম্পূৰ্ণ হয় তাকে কী বলে?
  • অসমাপিকা ক্রিয়া কয় ধরনের হয়?
  • ভূত অসমাপিকা ক্রিয়া রয়েছে কোন বাক্যে?
  • বাক্যের মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কত প্রকার?
  • ‘সে বই পড়ছে।’— এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  • শিক্ষক ছাত্রকে বই দিলেন। এখানে ‘ছাত্রকে’ পদটি কী?
  • গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার?
  • বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে -আ বা আনো প্রত্যয়যোগে কোন ক্রিয়া গঠিত হয়?
  • সংযোগ ক্রিয়ার উদাহরণ কোনটি?
  • ‘আকাশে বিদ্যুৎ চমকায়।- এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  • কিসের পরে করা, কাটা, হওয়া, দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে সংযোগ ক্রিয়া গঠিত হয়?
  • একটিমাত্র পদ দিয়ে গঠিত এবং কর্তা এককভাবে সম্পাদিত ক্রিয়াকে কী বলে?
  • রাজিব খেলছে। -এই বাক্যে খেলছে কোন পদ?
  • বৃষ্টি হতে পারে। -এই বাক্যে ‘হতে পারে’ কোন পদের উদাহরণ?
  • সিজার পড়বে। -এই বাক্যে ‘পড়বে’ কিসের উদাহরণ?
  • ক্রিয়ার রূপ ভেদ হয় কী ভেদে?
  • ভালো করে পড়াশোনা করবে।- বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
  • কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?
  • ‘যত্ন করলে রত্ন মিলে’- এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
  • সে গান শিখতে রাজশাহী যায়। -এই বাক্যে ‘শিখতে’ কোন ক্রিয়া?
  • সে ঘুমায়। এই বাক্যের ক্রিয়া-
  • কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
  • পারভেজ বই পড়ে- এ বাক্যের ক্রিয়াটি-
  • বাক্যের মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে সেই ক্রিয়াকে বলে—
  • কোন বাক্যটিতে দ্বিকর্মক ক্রিয়া রয়েছে?
  • সে লিখছে। এখানে ‘লিখছে’ কোন ক্রিয়া?
  • রাখাল গরুকে ঘাস খাওয়ায়। এই বাক্যে ‘খাওয়ায়’ কোন ক্রিয়ার উদাহরণ?
  • ‘খোকাকে তুমি কাঁদিয়ো না’- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
  • আকাশে বিদ্যুৎ চমকায়। – এ বাক্যে চমকায় কোন ক্রিয়ার উদাহরণ?
  • বাজারে সবজির দাম কমছে না। এই বাক্যে ‘কমছে’ কোন ক্রিয়া?
  • জবাই করা মুরগি উঠানে ছটফটায়। এই বাক্যে ‘ছটফটায়’ কোন ক্রিয়া?
  • কোনটি ‘কাটা’ ক্রিয়া যোগে গঠিত সংযোগ ক্রিয়ার উদাহরণ?
  • ‘মরচে ধরা’ কোন ক্রিয়া যোগে গঠিত?
  • Download our App Bissoy