এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৩০ ক্রিয়ার কাল এমসিকিউ প্রশ্ন

  • ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে?
  • ঘটমান বর্তমান কালের উদাহরণ কোনটি?
  • কাজটি চলছে এখনও শেষ হয়নি, এমন বোঝাতে কোন বর্তমান কাল ব্যবহৃত হয়?
  • ‘আমার আশীর্বাদ নিয়ো’ – বাক্যটি কোন কালের?
  • আজ বিকেলে যদি সুমন আসত, মজা হতো— বাক্যটির ক্রিয়া অতীতের কিন্তু ঘটনা কোন কালের?
  • বৰ্তমান কাল কত প্রকার?
  • যে ক্রিয়া বৰ্তমান কালে নিয়মিতভাবে ঘটে, তাকে কোন বর্তমান কাল বলে?
  • এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে কী বলে?
  • ‘তাড়াতাড়ি কাজটি করো।’—এটি কোন কালের উদাহরণ?
  • ‘সূর্য পূর্ব দিকে ওঠে।’- এটি কোন বর্তমান কালের উদাহরণ?
  • অতীত কাল কত প্রকার?
  • অতীত কালে যে কাজ সম্পন্ন হয়ে গিয়েছে বোঝার, তাকে কোন অতীত কাল বলে?
  • ‘তারা সাগরের তীরে ঝিনুক কুড়াত।’- এটি কোন অতীত কালের উদাহরণ?
  • ঘটমান অতীত কালের উদাহরণ কোনটি?
  • অতীত কালে প্রায়ই ঘটতো এমন বোঝালে কোন অতীত কাল হয়?
  • পুরাঘটিত অতীত কালের বৈশিষ্ট্য নয় কোনটি?
  • ভবিষ্যৎ কাল কত প্রকার?
  • ‘আমি রংপুরে যাব।’ – এটি কোন কালের উদাহরণ?
  • যে ক্রিয়া ভবিষ্যতে চলতে থাকবে বোঝায়, তাকে কোন ভবিষ্যৎ কাল বলে?
  • ভবিষ্যৎ অনুজ্ঞা বলতে বোঝায়, ভবিষ্যৎ কালের-
  • ‘কাজটি তাড়াতাড়ি কোরো’- এটি কোন কালের উদাহরণ?
  • ভবিষ্যতের ঘটনা, কিন্তু ক্রিয়ার কাল বর্তমান -এমন উদাহরণ কোনটি?
  • ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালে মৃত্যুবরণ করেন।’ —এটি কোন কালের ঘটনা?
  • ‘এমন ঘটনা ঘটতেই থাকবে।’- এটি কোন ভবিষ্যৎ কালের উদাহরণ?
  • সাধারণ, ঘটমান, পুরাঘটিত এবং নিত্য কোন কালের বর্তমান প্রকারভেদ?
  • পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ কোনটি?
  • ‘আমি দেখেছি।’- বাক্যের ক্রিয়া পদটি কোন কালের?
  • ‘তিনি গতকাল হাটে যাননি’ -ক্রিয়াটি কোন কালের?
  • ‘সেবার তাকে সুস্থই দেখেছিলাম’- কোন কালের উদাহরণ?
  • আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল হয়?
  • কাল কাকে বলে?
  • ক্রিয়া বৰ্তমানে, অতীতে বা ভবিষ্যতে সম্পন্ন হওয়ার সময় নির্দেশকে কী বলে?
  • কীসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?
  • ‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’- উদাহরণটি কোন বর্তমান কালের?
  • ‘এ বছর আমি এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’- এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের?
  • ‘চার আর তিন মিলে সাত হয়’- বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে?
  • ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ’- বাক্যের ক্রিয়াটি কোন কালের?
  • চন্ডীদাস বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’— এটি কোন কালের বাক্য?
  • ‘দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ’- বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে?
  • ‘এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি’- বাক্যটি কোন কালের?
  • Download our App Bissoy