এসএসসি বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৬ স্বরধ্বনি এমসিকিউ প্রশ্ন

  • উচ্চারণের সময়ে জিভের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা হয়?
  • ‘উ’-কার উচ্চারণের সময়ে জিভের অবস্থান-
  • ‘আ’ উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
  • জিভের সম্মুখ বা পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার?
  • বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কী বোঝাতে?
  • যে সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদের বলে-
  • পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে মিলে হয়-
  • ‘লাউ’ শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
  • উচ্চ সম্মুখ সংবৃত স্বরধ্বনি কোনটি?
  • উচ্চ-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
  • নিম্ন-মধ্য সম্মুখ অর্ধবিবৃত স্বরধ্বনি হলো—
  • উচ্চারণের সময় জিভের অবস্থানের দিক থেকে ‘আ’ কোন ধরনের স্বরধ্বনি?
  • উচ্চারণের সময়ে জিভের উপরে ওঠা ও নিচে নামার ভিত্তিতে স্বরধ্বনি কয়ভাগে বিভক্ত?
  • উচ্চ স্বরধ্বনি উচ্চারণে জিভ—
  • নিম্ন স্বরধ্বনি উচ্চারণে জিভ কোন অবস্থানে থাকে?
  • উচ্চারণে জিভের উচ্চতা অনুসারে কোনটি নিম্ন স্বরধ্বনি?
  • ‘উ’ ধ্বনি উচ্চারণে ঠোঁটের উন্মুক্তি কেমন?
  • জিডের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুসারে কোনটি পশ্চাৎ স্বরধ্বনি?
  • কোন ধরনের স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে উন্মুক্ত হয়?
  • অর্থ-বিবৃত স্বরধ্বনি কোনগুলো?
  • বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি কয়টি?
  • কোমল তালু খানিকটা নিচে নামিয়ে কিছুটা বায়ু নাক দিয়ে বের করে উচ্চারণ করা হয়-
  • ‘মৌ’ শব্দটির ৗে দ্বিস্বরধ্বনিতে কোন কোন স্বরধ্বনি রয়েছে?
  • দ্বিস্বরধ্বনির প্রতীক দুটি কী কী?
  • উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?
  • কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি হয়?
  • কোন ধ্বনির উচ্চারণে জিহ্বা সাধারণত শায়িত থাকে?
  • নিম্নাবস্থিত সম্মুখ স্বরধ্বনি কোনটি?
  • কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি?
  • ঠোটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনি কত প্রকার?
  • কোন কোন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা পিছিয়ে আসে?
  • বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে কোন স্বরধ্বনি উচ্চারণের সময়?
  • বাংলা বর্ণমালায় কয়টি অনুনাসিক বর্ণ আছে?
  • অনুনাসিক স্বরধ্বনির উদাহরণ কোনটি?
  • ‘চাই’ শব্দের পূর্ণ স্বরধ্বনি কোনটি?
  • ‘লাউ’ শব্দের অর্ধস্বরধ্বনি কোনটি?
  • বাংলা বর্ণমালার যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ কয়টি?
  • এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময়-
  • পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে বলে-
  • কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
  • Download our App Bissoy