এসএসসি বাংলা সাহিত্য শিক্ষা ও মনুষ্যত্ব লিখিত প্রশ্ন

  • অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়।- কথাটি বুঝিয়ে লেখো।
  • শুধু শিক্ষার ওপর নির্ভর করে মানবজীবনে উন্নতি করার ভাবনা অযৌক্তিক কেন?
  • ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে শিক্ষাকে মইয়ের সাথে তুলনা করা হয়েছে কেন?
  • লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়-কেন?
  • ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানবজীবনকে দোতলা ঘরের সাথে তুলনা করেছেন কেন?
  • প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পাওয়া অত্যন্ত জরুরি কেন?
  • আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?
  • ‘অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
  • “কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু?” এখানে “কারারুদ্ধ” বলতে কী বোঝানো হয়েছে?
  • মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
  • শিক্ষার আসল কাজ কী? ব্যাখ্যা করো।
  • ‘অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক’ কথাটি বুঝিয়ে লেখো।
  • শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের রচয়িতার মতে অর্থচিন্তা থেকে মুক্তি পাওয়া জরুরি কেন?
  • ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে লেখক মানবজীবনকে কয়তলা বাড়ির সাথে তুলনা করেছেন?
  • মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে নিচের তলার নাম কী?
  • মানবজীবনকে দোতলা বাড়ির সাথে তুলনা করা হলে ওপরের তলার নাম কী?
  • জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছানোর মই কী?
  • শিক্ষার কোন দিকটি এর শ্রেষ্ঠ দিক?
  • সকলে কিসের নিগড়ে বন্দি?
  • কী পেলে আলো-হাওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে?
  • অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়-এই বোধটি মানুষের কিসের পরিচায়ক?
  • চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে কী নেই?
  • ক্ষুৎপিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে কী উপলব্ধি করা যায় না?
  • শিক্ষাদীক্ষার দ্বারা কিসের স্বাদ পাওয়া যায় না?
  • শিক্ষাদীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও কিসের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হতে পারে?
  • মানব উন্নয়নের ব্যাপারে ওপর থেকে টানার কাজটি করে কে?
  • মানব উন্নয়নের ব্যাপারে নিচ থেকে ঠেলার কাজটি করে কে?
  • লোভের কারণে যার আত্মিক মৃত্যু হয় কিসের জগতে সে ফতুর হয়ে পড়ে?
  • কী সৃষ্টি করা শিক্ষার আসল কাজ?
  • কিসের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয়?
  • ‘নিগড়’ শব্দের অর্থ কী?
  • ‘ক্ষুৎপিপাসা’ শব্দের অর্থ কী?
  • ‘লেফাফাদুরস্তি’ শব্দের অর্থ কী?
  • জীবসত্তাকে টিকিয়ে রাখতে হলে কী চাই?
  • মানবজীবনে মুক্তির জন্য মোতাহের হোসেন চৌধুরী কয়টি উপায়ের কথা বলেছেন?
  • ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত?
  • মোতাহের হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন?
  • জীবসত্তার ঘর হতে মানবসত্তার ঘরে উঠবার মই কী?
  • Download our App Bissoy