এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা ১ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • ইসলাম কী?
  • ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি দৃঢ় বিশ্বাসকে কী বলা হয়?
  • আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র দীন বা জীবনব্যবস্থাকে বলা হয়-
  • ইসলামের বিশ্বাসগত দিকের নাম হলো-
  • ‘আকাইদ’ কোন শব্দের বহুবচন?
  • বস্তুত আকাইদের বিষয়গুলোর ওপর বিশ্বাসের মাধ্যমে মানুষ-
  • আল্লাহ, নবি-রাসুল, ফেরেশতা ইত্যাদি বিষয়গুলো হলো আকাইদের-
  • আকাইদের প্রায়োগিক দিক কোনটি?
  • ‘ইসলাম’ শব্দের অর্থ কী?
  • ‘শান্তির পথে চলা’ কোন শব্দটির বাংলা অর্থ?
  • আজমল সাহেব আল্লাহর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (স.)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করেন। সুতরাং তিনি একজন-
  • বিনাদ্বিধায় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?
  • মুসলিম কে?
  • আল্লাহ তায়ালা মানবজাতির হিদায়েতের জন্য যুগে যুগে বহু আদেশ-নিষেধ, বিধিবিধান প্রেরণ করেছেন। এসব আদেশ-নিষেধ-
  • শরিয়তের সর্বশেষ ও পূর্ণাঙ্গ রূপ কোনটি?
  • মানবজাতির জন্য নির্দেশিত সর্বশেষ ও সর্বোত্তম জীবন বিধান কী?
  • ইসলাম কার একমাত্র মনোনীত ধর্ম?
  • “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” – কার বাণী?
  • “নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত ধর্ম বা জীবনব্যবস্থা।” – কোন সূরার আয়াত?
  • আল্লাহর প্রবর্তিত জীবন বিধান কোনটি?
  • ইসলাম ধর্মের প্রবক্তা কে?
  • জীবনের কোন সময়ের দিকনির্দেশনা প্রদান করে ইসলাম?
  • ইহকালের পরের জীবনকে কী বলে?
  • সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য কিসের বিকল্প নেই?
  • দুনিয়া-আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ সম্ভব কীভাবে?
  • ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন?
  • ইসলাম কাদের জন্য?
  • ইসলামের নামকরণ তার প্রবর্তক প্রচারক ও জাতির নামানুসারে করা হয় নি কেন?
  • ইসলাম কার আনুগত্যের কথা বলে?
  • শান্তির পথে জীবন পরিচালনার পথ কী?
  • ইসলাম সম্পর্কে জ্ঞানলাভ হচ্ছে-
  • ইসলাম শিক্ষা কী?
  • ইসলাম শিক্ষা প্রয়োজন কেন?
  • ইসলাম অনুযায়ী জীবন পরিচালনার প্রধান মাধ্যম কী?
  • কীভাবে আমরা আল্লাহর ইবাদত ও আনুগত্য শিখতে পারি?
  • সততা, ন্যায়পরায়ণতা কিসের শিক্ষা?
  • কোন শিক্ষা পরকালীন জীবনে জানড়বাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় শিক্ষা দেয়?
  • খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রবান হওয়া যায়-
  • দুনিয়া ও আখিরাতের শান্তি ও সফলতার দিকনির্দেশনা দেয়-
  • ইমান অর্থ কী?
  • Download our App Bissoy