এসএসসি পদার্থবিজ্ঞান ৫ম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ এমসিকিউ প্রশ্ন

  • ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে আবহাওয়া কেমন হবে?
  • 400 g ভরের একটি 400 cm3 আয়তনের বস্তুকে পানিতে ছেড়ে দিলে কী হবে?
  • 100 N বল 1 m2 ক্ষেত্রের উপর ক্রিয়া করলে, চাপ কত?
  • 5 m2 ক্ষেত্রফলের বস্তুর উপর 10 Pa চাপ সৃষ্টি করতে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  • বল 100 N এবং চাপ 5 Pa হলে ক্ষেত্রফল কত?
  • প্রযুক্ত বল স্থির থাকলে ক্ষেত্রফল যত কম হয় চাপ তত কি হয়?
  • প্লবতার মান নির্ভর করে-
  • একটি হাইড্রলিক প্রেসের ছোট ও বড় পিস্টনের ক্ষেত্রফল যথাক্রমে 5 cm2 ও 25 cm2। ছোট পিস্টনে100 N বল প্রয়োগ করলে বড় পিস্টনে কত বল পাওয়া যাবে?
  • আমাদের দেশে নৌ-পথে দুর্ঘটনার কারণ কী?
  • ঘনত্ব কীসের উপর নির্ভরশীল?
  • টরিসেলির পরীক্ষার সাহায্যে কী পরিমাপ করা হয়?
  • স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে 1 m লম্বা কাচনল দিয়ে টরিসেলির পরীক্ষা করা হলে টরিসেলির শূন্যস্থানের উচ্চতা কত হবে?
  • এভারেস্ট পর্বতশৃঙ্গের উপরে বায়ুণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের শতকরা কত ভাগ?
  • ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমা কিসের পূর্বাভাস?
  • পস্লাজমার তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস?
  • Download our App Bissoy