এসএসসি পদার্থবিজ্ঞান ৭ম অধ্যায় এমসিকিউ প্রশ্ন

  • কুকুরের শ্রাব্যতার ঊর্ধ্বসীমা কত?
  • যে শব্দের কম্পাঙ্ক 20 Hz এর কম তাকে কী বলে?
  • শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত শব্দকে কী বলে?
  • শব্দের তীব্রতার প্রচলিত একক কোনটি?
  • অবিরাম শব্দ দূষণ নিুের কোন রোগটির প্রভাবিত করে?
  • কোনটি যান্ত্রিক তরঙ্গ?
  • তরঙ্গশীর্ষ কী?
  • তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা এক সেকেন্ডে যতগুলো স্পন্দন সম্পন্ন করে তাকে কী বলে?
  • সাম্যাবস্থান থেকে যেকোনো একদিকে কণার সর্বাধিক সরণকে কী বলে?
  • কোনো তরঙ্গের কম্পাঙ্ক কখন বেড়ে যায়?
  • দুটি সুরশলাকায় শব্দের কম্পাঙ্কের অনুপাত ২:৩। প্রথমটির কম্পাঙ্ক 80 Hz হলে দ্বিতীয়টির কম্পাঙ্ক কত?
  • বস্তুর কোন ঘটনার জন্য শব্দ উৎপন্ন হয়?
  • শব্দ সঞ্চালনের জন্য কিরূপ মাধ্যম প্রয়োজন?
  • তরঙ্গের বিস্তার দ্বিগুণ হলে তীব্রতা কতগুণ হবে?
  • কী কারণে শব্দের প্রতিধ্বনির সৃষ্টি হয়?
  • 0 °C তাপমাত্রায় বায়ুতে শব্দ 33.2 m দূরত্ব অতিক্রম করে কত সময়ে?২৬৭. 0 °C তাপমাত্রায় বায়ুতে শব্দ 33.2 m দূরত্ব অতিক্রম করে কত সময়ে?
  • কূপের পানির উপরিতলের গভীরতা নির্ণয় করা যায় কীভাবে?
  • কূপের উপর থেকে পানি পৃষ্ঠের গভীরতা 25 m হলে প্রতিফলিত শব্দ কত দূরত্ব অতিক্রম করবে?
  • শব্দের প্রয়োগে অন্ধকারে চলে কোন প্রাণী?
  • কোন মাধ্যমের শব্দের বেগ সর্বাধিক?
  • একটি পানিশূন্য কূপের গভীরতা 25 m। এতে সর্বোচ্চ কত উচ্চতার পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে?
  • একটি পাহাড় থেকে 20 m দূরে দাঁড়িয়ে একটি লোক জোড়ে চিৎকার করল। তখন বায়ুর তাপমাত্রা ছিল 15 °C। লোকটি কতক্ষণ পরে প্রতিধ্বনি শুনতে পাবে?
  • শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত?
  • পারমাণবিক বোমার বিস্ফোরণে কী ধরনের শব্দ সৃষ্টি হয়?
  • শ্রুতিমধুর শব্দ কী?
  • পর্যায়কাল কী?
  • কোনো বস্তু মিনিটে ১২০০ টি পূর্ণ কম্পন সম্পন্ন করে। এর কম্পাঙ্ক কত?
  • তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার যেকোনো মুহূর্তের গতির সম্যক অবস্থানকে কী বলে?
  • তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
  • Download our App Bissoy